বিজিএমইএ সভাপতির সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

0

যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছে।

রাজধানীর উত্তরায় ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যের সুযোগ, পরিবেশ সুরক্ষা, কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকদের অধিকার, কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান পোশাক কারখানার নিরাপত্তা, পরিবেশবান্ধব প্রবৃদ্ধি, শ্রমিকদের অধিকার, শ্রম আইন সংস্কারসহ বিভিন্ন ক্ষেত্রে শিল্পের অগ্রগতিতে আলোকপাত করেন।

এ ছাড়া তিনি ইউএসটিআর ও মার্কিন শ্রম বিভাগের কর্মকর্তাদের কাছে বিজিএমইএর আরবিট্রেশন কাম কনসিলিয়েশন কমিটির (সিএসি) কার্যক্রমসহ অন্যান্য উদ্যোগ তুলে ধরেন। এই কমিটির মাধ্যমে বিনা পারিশ্রমিকে শ্রমিকদের বিকল্প বিরোধ নিষ্পত্তি পরিষেবা দেওয়া হচ্ছে।

একজন অবসরপ্রাপ্ত জেলা জজের নেতৃত্বে আরবিট্রেশন কাম কনসিলিয়েশন কমিটি কারখানার মালিক ও কর্মচারীদের বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করছে বলে জানান ফারুক হাসান। এতে শ্রম আদালতে মামলার সংখ্যা কমছে, শ্রমিকদের সময় ও সম্পদ বাঁচছে বলে মন্তব্য করেন তিনি।

বৈঠকে বিজিএমইএর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি শহিদউল্লাহ আজিম, সহসভাপতি মো. নাসির উদ্দিন, পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, পরিচালক হারুন অর রশিদ, আইএলও–সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সভাপতি আ ন ম সাইফুদ্দিন, ফরেন মিশন সেল–সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সভাপতি শামস মাহমুদ এবং প্রচার ও প্রকাশনাসংক্রান্ত কমিটির চেয়ারম্যান শোভন ইসলাম।

শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে শ্রম আইন সংশোধনের কথাও তুলে ধরেন ফারুক হাসান।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here