বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন হয়েছে। আয়োজনটিতে ভার্চুয়ালি যুক্ত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-২ (নাটোর সদর) এর সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শিমুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “উদ্যোক্তাদের এগিয়ে যেতে সকল সমস্যায় আমরা পাশে থাকবো। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”
আয়োজনটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান পিপিএম, নাটোর জেলা পরিষদ এর চেয়ারম্যান অ্যাডঃ সাজেদুর রহমান খাঁন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী পলি, বাংলাদেশ আওয়ামী লীগ নাটোরের সাধারণ সম্পাদক এবং নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শরিফুল ইসলাম রমজান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র উদ্যোক্তারা দেশের অর্থনীতির প্রাণ। তাদের কার্যক্রম এবং উদ্ভাবনে অর্থনীতির গতি সঞ্চার হয়। সম্ভাবনাময় উদ্যোক্তাদের সহযোগিতা প্রদান করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
বিসিক জেলা কার্যালয় নাটোর এর উপ-ব্যবস্থাপক দিলরুবা দীপ্তির স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে আয়োজনটি শুরু হয়। সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।
এবারের মেলায় ৫০টি স্টল রয়েছে। পাটপণ্য, কাঠের তৈরি পণ্য, গহনা, বুটিক আইটেম, অর্গানিক প্রোডাক্ট , হোমমেড ফুড, নকশিকাঁথাসহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে নাটোর, রাজশাহী, পাবনা, বগুড়াসহ বেশ কয়েকটি জেলার উদ্যোক্তারা অংশ নিয়েছেন। নাটোরের কারুপণ্য নিয়েও স্টল রয়েছে ১০ দিনব্যাপি এই মেলায়।
বিসিক জেলা কার্যালয় নাটোরের আয়োজনে, নাটোর বিসিক মাঠে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টায় শেষ হবে। বিসিক উদ্যোক্তা মেলা, নাটোর সকলের জন্য উন্মুক্ত।
তামান্না ইমাম,
উদ্যোক্তা বার্তা