আইটি এবং স্টার্টআপ বিকাশে আইবিএ-ইডিজিই চুক্তি

0

দেশের আইটি শিল্প এবং স্টার্টআপের বিকাশে আইটি কোম্পানিগুলোর কর্মকর্তাদের প্রশিক্ষণ ও স্টার্টআপের মেন্টরিংয়ের জন্য ঢাকা বিশ্বদ্যিালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এনহেন্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের মধ্যে আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সমঝোতা স্মারক সই হয়েছে।

সমঝোতা স্মারক অনুসারে আইটি প্রতিষ্ঠানের ৫শ শীর্ষ কর্মকর্তাকে আইবিএ’র ‘সিএক্সও’ এবং ২ হাজার ৫শ জন মধ্যম স্তরের কর্মকর্তাকে অ্যাডভান্সড সার্টিফিকেশন ফর ম্যানেজমেন্ট প্রফেশনালস (এসিএমপি) কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও ৫শ স্টার্টআপ উদ্যোক্তাকে মেন্টরিং এর মাধ্যমে সহায়তা করবে আইবিএ।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং সর্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদের উপস্থিতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন ইডিজিই প্রকল্প পরিচালক ড. মুহম্মদ মেহেদী হাসান এবং আইবিএ’র পরিচালক অধ্যাপক মোহাম্মদ এ. মোমেন। সেসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইবিএ’র অধ্যাপক শেখ মোরশেদ জাহান, ইডিজিই উপ-প্রকল্প পরিচালক মো. সাইফুল আলম খান এবং ডিজিটাল লিডারশিপ একাডেমির টিম লিডার ড. মাহফুজ শামীম।

অনুষ্ঠানে এন এম জিয়াউল আলম বলেন, আমাদের বর্তমান লক্ষ্য ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। ইডিজিই প্রকল্প এমন একটি প্রকল্প যা শুধু আইসিটি শিল্পের বিকাশেই সহযোগিতা করবে না, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণেও সহযোগিতা করবে।

সর্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বলেন, সরকার দেশে স্টার্টআপের সংস্কৃতি বিকশিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ইডিজিই প্রকল্পের সহযোগিতায় আইবিএ’র মাধ্যমে ৫শ’ স্টার্টআপকে মেন্টরিং করে স্টার্টআপের সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি অনন্য উদ্যোগ।

ড. মেহেদী বলেন, নতুন উদ্যোক্তা তৈরি ও দেশের আইটি শিল্পের বিকাশের জন্য প্রয়োজন আইটি কোম্পানির কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতার উন্নয়ন। কোম্পানিগুলো দক্ষতা ব্যবসার প্রসার ঘটায়, যা মূলত আইসিটি শিল্পের বিকাশে অবদান রাখে। এ ক্ষেত্রে আইবিএ’র এসিএমপি কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here