স্মরণীয় বরণীয় নারী উদ্যোক্তা

0

১৯ নভেম্বর আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস। সারাবিশ্বে ২০১৪ সাল থেকে ১৪৪টি দেশে এই দিবসটি উদযাপিত হয়ে আসছে। বিশ্বজড়ে নারী উদ্যোক্তাদের সম্মান জানাতে এবং নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে প্রতিবছর আন্তর্জাতিকভাবে দিবসটি পালন হয়।

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে উদ্যোক্তা বার্তার পাঠকদের জন্য থাকছে বিশ্বের স্মরণীয় বরণীয় কয়েকজন নারী উদ্যোক্তার গল্প।

কিরণ মজুমদার-শ
কিরণ মজুমদার-শ ভারতবর্ষের দ্বিতীয় ধনী নারী উদ্যোক্তা এবং প্রভাবশালী নারীদের একজন। তিনি বায়োকন (Biocon) লিমিটেডের চেয়ারপার্সন। বায়োকন হলো ভারতের ক্লিনিক্যাল গবেষণায় একটি অগ্রগণ্য এবং শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।

তিনি ১৯৭৮ সালে মাত্র ১০ হাজার টাকা পুঁজি নিয়ে বেঙ্গালুরুতে তার ভাড়া বাড়ির একটি গ্যারেজে বায়োকন-এর সূচনা করেন। বায়োকন অ্যালকোহলযুক্ত পানীয়, কাগজ এবং অন্যান্য পণ্যের জন্য এনজাইম তৈরি করেছিল। ভারত থেকে তারাই প্রথম যুক্তরাষ্ট্র এবং ইউরোপে এই এনজাইম রপ্তানি করে।

সেসময় কিরণ নানান বাধার সম্মুখীন হন। কারণ তিনি ছিলেন নারী আর তখন নারীদের জন্য কাজ করবে এরকম বিনিয়োগকারী এবং কর্মী পাওয়া ছিল দুস্কর। তবু কিরণ হার মেনে নেননি এবং চেষ্টা চালিয়ে যান।

২০০৬ সালে বায়োকন ভারতবর্ষের প্রথম আন্টি-ক্যান্সার ড্রাগ বায়োম্যাব ই.জি.এফ.আর. (India’s first anti-cancer drug BIOMAb EGFR®) তৈরি এবং বাজারজাত করে। ২০২১ সালে তিনি ফোর্বসের তালিকায় বিশ্বের ক্ষমতাশালী নারীদের তালিকায় ৭২তম স্থানে ছিলেন।

জেনিস ব্রায়ান্ট হাওরয়েড
কর্মশক্তি সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান অ্যাক্টওয়ান (ACT-1) এর প্রতিষ্ঠাতা এবং সিইও জেনিস ব্রায়ান্ট হাওরয়েড বিশ্বের অন্যতম সেলফ-মেড মিলিওনিয়ার। ১৯৭৮ সালে শুরু হয় তার পথচলা, সম্বল ছিল শুধুমাত্র একটি ফ্যাক্স-মেশিন, একটি ফোন এবং মায়ের কাছ থেকে ধার নেওয়া ৯০০ ডলার। এখন ১৯টি দেশে ১৭ হাজার ক্লায়েন্ট তার, দুই হাজার ছয়শ কর্মী কাজ করছেন তার এজেন্সিতে। তার বর্তমান মোট সম্পদের পরিমাণ প্রায় ৬৩০ মিলিয়ন মার্কিন ডলার।

চের ওয়াং
বিশ্ববিখ্যাত মোবাইল কোম্পানি এইচটিসি (HTC)’র সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও তাইওয়ান এর চের ওয়াং। ২০১৪ সালে ফোর্বস এর তালিকায় বিশ্বের ৫৪তম ক্ষমতাশালী নারী ছিলেন তিনি। টেকনোলজি দুনিয়ায় যে নারীদের নাম উল্লেখ হয় চের ওয়াং তাদের মধ্যে অন্যতম। পুরুষ অধ্যুষিত ও পুরুষ প্রভাবিত টেক জগতে এই নারী উদ্যোক্তার সফলতার গল্প সকলের কাছে অনুপ্রেরণামূলক।

টরি বার্চ
টরি বার্চ একজন অ্যামেরিকান ফ্যাশন ডিজাইনার এবং তার নিজস্ব ব্র্যান্ড এর নাম “টরি বার্চ” যা বিশ্বজুড়ে সমাদৃত। টি-শার্টকে পোশাকের ফ্যাশনেবল আইটেমে পরিণত করার জন্য তার সুনাম রয়েছে। তার বর্তমান সম্পদের পরিমাণ ৮৫০ মিলিয়ন ডলার।

ইন্দ্রা নুয়ি
ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান এক্সিকিউটিভ ইন্দ্রা নুয়ি ফোর্বস ম্যাগাজিনের বার্ষিক জরিপে বিশ্বের ১০০ জন শক্তিশালী নারীর তালিকায় চার নম্বরে স্থান পেয়েছিলেন। বিখ্যাত কোম্পানি পেপসিকো’র সিইও হিসেবে ২০১৯ সাল পর্যন্ত কর্মরত ছিলেন নুয়ি । বর্তমানে তিনি অ্যামাজনের পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করছেন।

যে সময়ে ভারতীয় মেয়েদের শুধুমাত্র বিয়ের উপকরণ হিসেবে বিবেচনা করা হতো, তখন ইন্দ্রা নুয়ী সকল বাধা ভেঙে বিশ্ব জয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। নুয়ি বিজ্ঞানে স্নাতক ডিগ্রি নিয়ে তার কর্মজীবন শুরু করেন এবং বিশ্বের অন্যতম বৃহত্তম কর্পোরেশন পেপসিকো’র প্রথম নারী সিইও হন। তিনি ব্যবসায়িক এবং কর্পোরেট জগতে অনেক ভারতীয় নারীর জন্য পথ তৈরি করেছিলেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ৩২০ মিলিয়ন মার্কিন ডলার।

কাওসার আলম সিফাত
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here