ডিসেম্বরে আন্তর্জাতিক ট্যুরিজম এক্সপো

0

পর্যটন শিল্পকে শক্তিশালী করার পাশাপাশি নতুনভাবে বাংলাদেশকে বিশ্ব পর্যটকদের কাছে তুলে ধরতে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে তিনদিনের বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো (বিআইটিটিই)।

শনিবার (১২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এক্সপোর আয়োজক অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব) মেগা ইভেন্টটির বিস্তারিত তুলে ধরে।

আটাব সভাপতি এস এম মঞ্জুর মোর্শেদ মাহবুব বলেন, উন্নত দেশের আদলে তিনদিনের বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো (বিআইটিটিই) অনুষ্ঠিত হবে। মেলার মাধ্যমে এসডিজি বাস্তবায়নে এ খাতের ভূমিকা, পর্যটন খাতে বিনিয়োগ নিয়ে আসা, ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক সমৃদ্ধ করা, ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা, পর্যটকদের বিভিন্ন সহায়তা, পরামর্শ, প্রডাক্ট ব্র্যান্ডিং, কর্মশালা, গোলটেবিল আলোচনার মাধ্যমে এ শিল্পকে আরও ত্বরান্বিত করতে রোডম্যাপ নির্ধারণ করা হবে।

বাংলাদেশে ট্যুরিজমের জন্য হাব হতে পারে উল্লেখ করে তিনি বলেন, সেই সুযোগগুলো কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

সংবাদ সম্মেলনে ইউএস-বাংলার মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, এ আয়োজন পর্যটন খাতের জন্য বড় একটি মাইলফলক হবে।

এবারের এক্সপোতে টাইটেল স্পন্সর থাকবে নতুন এয়ারলাইনস এয়ারআস্ট্রা।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, পর্যটন ও যাত্রীদের সেবা দিতে এয়ারআস্ট্রা সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করবে।

আয়োজনে ১৫টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এছাড়াও এয়ারলাইনস ও অ্যাম্বাসেডর প্রতিনিধিরাও অংশ নেবেন বলে জানিয়েছে আটাব।

ডেস্ক রিপোর্ট,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here