মিরপুরে বৈকালী হ্রদ মেলা

0

রাজধানীর মিরপুর ১২ নম্বর ডিওএইচএস এর বৈকালী হ্রদে অনুষ্ঠিত হচ্ছে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলা। দ্য জকি ইভেন্টের উদ্যোগে আয়োজিত চারদিনের মেলায় অংশ নিয়েছেন অর্ধশত নারী উদ্যোক্তা।

দ্য জকি ইভেন্টের আয়োজক রাকিবুল ইসলাম নিবিড় এবং আল মামুন হাসান সুমন।

আল মামুন হাসান সুমনের সহধর্মিণী এবং অন্যতম আয়োজক রশ্মি খান নিশী মেলার আয়োজন সম্পর্কে বলেন: দ্য জকি ইভেন্টের পরিচালনায় আমরা প্রায় ছয় বছর ধরে এ ধরনের মেলার আয়োজন করে আসছি। এবারও খুব ভালো সাড়া পেয়েছি। মেলায় দেশি-বিদেশি পণ্য নিয়ে ৫০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন ।

তিনি বলেন, মেলার মূল উদ্দেশ্য হলো যে নারীরা ঘরে বসে বা অনলাইনে পণ্য বিক্রি করছেন, তাদেরকে একত্রিত করে তাদের পণ্যের প্রচার ও প্রসার ঘটানো। ”আমরা প্রতি মাসেই উদ্যোক্তাদের নিয়ে এরকম মেলার আয়োজন করে থাকি, যাতে উদ্যোক্তারা তাদের পণ্য মেলায় প্রদর্শন করতে পারেন এবং ক্রেতার কাছাকাছি থাকতে পারেন।”

ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাদের আরও একটা মেলা হবে জানিয়ে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক রশ্মি খান নিশী।

চারদিনের মেলায় রয়েছে ইউনিক ডিজাইনের পোশাক, শাড়ি, হাতে তৈরি পাটপণ্য, কাঠের তৈরি ইউনিক গহনা, বিভিন্ন প্রসাধনী, চাদর, হাতের কাজের বুটিকের জামা, ব্যাগ, জুতা এবং পিঠাপুলিসহ মুখরোচক সব ঘরোয়া বাহারি খাবার।

৫ নভেম্বর শুরু হওয়া মেলা শেষ হবে ৮ নভেম্বর (মঙ্গলবার)। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য মেলা উন্মুক্ত।

আফসানা অভি
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here