রাজশাহীর দূর্গাপুরে পরিমিত সুষম সারের ব্যবহারের মাধ্যমে অধিক ফসল উৎপাদন বিষয়ে কৃষি উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা হয়েছে। সোমবার বিকেলে নিউম্যান প্রকল্পের আয়োজনে দূর্গাপুর উপজেলা সদরে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
প্রকল্পের কারিগরী কর্মকর্তা আরিফুজ্জামানের সঞ্চালনায় ও দূর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের অষ্ট্রেলিয়ার কৃষি বিজ্ঞানী ড. জেমস কুইলটি।
বিশেষ অতিথি ছিলেন প্রকল্প প্রধান অষ্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ের ড. রিচার্ড ডাব্লিউ বেল, গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ড. চেং গুরুং চেন এবং বেলিন্ডা নিলসেন।
অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা পরিচালনা করেন নিউম্যান প্রকল্পের বাংলাদেশ প্রতিনিধি ড. এনামুল হক।
আরও উপস্থিত ছিলেন বিআরআরআই-এর মো: সালেক, কেজিএফ-এর নির্বাহী পরিচালক ড. নাথুরাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মো: জহিরউদ্দীন ও ড. এএমআর জাহাঙ্গীর। বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম খান, ড. এম এ মোনায়েম মিয়া, ড. মো: ইলিয়াস আলী, ড. জগদীশ চন্দ্র বর্মন, মো: নাজমুল ইসলাম, মো: নাজমুল ইসলাম, জাহিদুল ইসলাম, মো: আনোয়ার হোসেন, রেজিয়া বেগম, রুবিনা আক্তার বিনা ও রাশেদ রানা। কাসপার সদস্যসহ উপজেলার বিভিন্ন এলাকার সুরক্ষা কৃষি কার্ড উপকারভোগী কৃষি উদ্যোক্তারা এতে যোগ দেন।
বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। জমিতে রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে মাটির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। এ অবস্থায় কৃষকদের পরিমিত সুষম সারের ব্যবহারের মাধ্যমে অধিক ফসল উৎপাদনে কাজ করে যাচ্ছে নিউম্যান প্রকল্প। সরকারি বেসরকারি মিলিয়ে মোট ১২টি প্রতিষ্ঠান একযোগে প্রকল্পটি নিয়ে কাজ করে যাচ্ছে।
ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা