রাজশাহী মহানগরবাসীর স্বাস্থ্যসেবা ও পর্যটন ব্যবস্থার উন্নয়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্যানেল এক্সপি লিমিটেড।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে প্যানেল এক্সপি লিমিটেডের প্রতিনিধিদল রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে মতবিনিময় করে তাদের আগ্রহের কথা জানিয়েছেন।
মতবিনিময় সভায় তারা তাদের সার্বিক কার্যক্রম উপস্থাপন করে নগরবাসীর স্বাস্থ্যসেবা ও পর্যটন ব্যবস্থার উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করার বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।
সেসময় প্যানেল এক্সপি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আসিফ জাহান, ইভিপি মোঃ রাকিবুদ্দিন, স্ট্র্যাটেজিস্ট মোঃ সাদাব, পিআর এন্ড কমিউনিকেশন তানিয়া পারভীন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এক্সপার্ট মোঃ ওয়াসিউল ইসলাম, ম্যানেজার মোঃ সাদিক, এফবিসিসিআই পরিচালক শামসুজ্জামান আওয়াল, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মশিউর রহমান, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং অ্যাডভাইজর মোঃ আশরাফুল হক উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা