বিসিক নোয়াখালীর এসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

0

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে নোয়াখালী জেলা এসএমই ঋণ বিতরণ মনিটরিং কমিটির ১৫ তম সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

বিসিক জেলা কার্যালয় নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ২০২০-২০২১ অর্থবছরে নোয়াখালী জেলায় ১৪৪৭ টি শিল্প ইউনিট এর বিপরীতে ১৮২ কোটি ৮৬ লক্ষ্য টাকা প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে ঋণ বিতরণ করা হয়েছে।

নোয়াখালী জেলা প্রশাসক আরও বলেন, বিসিক এবং কর্মসংস্থান ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত ‘বঙ্গবন্ধু যুব ঋণ কর্মসূচি’ প্রতিটি উদ্যোক্তাকে সফল হতে বড় ভূমিকা রাখবে।

ইতিমধ্যে নোয়াখালী বিসিক জেলা কার্যালয় থেকে ২০২০-২১ অর্থবছরে ২৪ জন প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পোদ্যোক্তাদের মাঝে ৪৬ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

এসএমই ঋণ বিতরণ মনিটরিং কমিটির ১৫ তম সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, নোয়াখালী জেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের প্রধানগন, বিসিক জেলা কার্যালয় নোয়াখালীর উপ-মহাব্যবস্থাপক মাহবুব উল্যাহ এবং বাংলাদেশ ব্যাংক প্রতিনিধি ও যুগ্ম পরিচালক সালেহ ইমতিয়াজ উপস্থিত ছিলেন।

উদ্যোক্তা বার্তা রিপোর্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here