ঈশিতার স্বপ্নের শখের বাড়ি

0
উদ্যোক্তা আফিফা ঈশিতা

ব্যবসার শুরু প্রয়োজন থেকেই। যখন চাকরি ছেড়ে বেকার তখন নিজেই কিছু একটা করার তাগিদ। পারিবারের পাশে দাঁড়ানোর প্রয়োজন থেকে ব্যবসা শুরু করেন আফিফা ঈশিতা।

পড়াশোনার পাশাপাশি অনেক ধরনের প্রশিক্ষণও নিয়েছেন। ঢাকা মহিলা পলিটেকনিক্যাল কলেজ থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন। যখন ঘরে বসে অলস সময় অতিবাহিত হচ্ছে সেই সময় ভাবলেন নিজের ভাবনাকে কাজে লাগানো যেতে পারে।

সামান্য পুঁজি। মাত্র ছয় হাজার টাকার কাপড় এনে এতে ব্লক করা শুরু করেন। সেলাই এর কাজও করেন কিছুদিন। এরপর সেলাই বাদ দিয়ে শুধু ব্লক করেন। এভাবেই তার শুরুটা।

নেত্রকোণার নিভৃত পল্লীতে বেড়ে ওঠা তার। হাওর বিস্তৃত নেত্রকোণার কাদামাটি মেখে বড় হয়েছেন। শিল্প-সাহিত্যের প্রতিও রয়েছে অন্তরের টান। প্রাণের আকুতি রয়েছে সৃষ্টিশীল কাজের প্রতি। নিজে কিছু একটা করব। আত্মনির্ভরশীল হবো সেই প্রত্যয় থেকে ব্যবসা শুরু করলেন।

নাম দিলেন শখের বাড়ি। প্রথমে ফেসবুক গ্রুপে নিজের কাজের পরিচিতি শুরু করলেন। সাড়া মিললো বন্ধুদের। দেশের বাইরে থেকেও অনেকে আগ্রহ পোষণ করলেন। সেই থেকে শুরু। ২০১৭ সালের জুলাইতে শুরু হলো শখের বাড়ির যাত্রা। ঢাকার ধোলাইপাড় এলাকায় ছোট একটা ফ্যাক্টরি দিয়েছেন ঈশিতা। সেখানে স্ক্রিন প্রিন্ট, এবং হ্যান্ডপেইন্ট এর প্রডাক্ট তৈরি হয়।

ঈশিতা আফিফা উদ্যোক্তা বার্তাকে বলেন, শখের বাড়ির বর্তমান মূলধন প্রায় ৩০ ত্রিশ লাখ। পরিশ্রমের বেলায় কোনো কার্পণ্য করি না। করোনার এই মরণ থাবায় কিছুটা থমকে আছে শখের বাড়ির পথচলা। পরিবহণ সমস্যার কারণে পণ্য ডেলিভারি দিতে সমস্যায় পড়তে হচ্ছে।

তবুও শখের বাড়ি চলছে। ঈশিতার স্বপ্ন শখের বাড়ি একদিন অনেক বড় হবে। সেই স্বপ্ন ধরা দিবে এটাই প্রত্যাশা।

ইমরান পরশ
উদ্যোক্তা বার্তা, ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here