বিসিকের পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

0

বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

গতকাল রোববার বিসিক জেলা কার্যালয় রাজশাহী কর্তৃক আয়োজিত পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের(প্রথম ব্যাচের) উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বিসিক জেলা কার্যালয় রাজশাহীর উপ-মহাব্যবস্থাপক জাফর বায়েজীদ উদ্যোক্তা বার্তাকে জানান, প্রশিক্ষণে ৩০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন এবং ইতিমধ্যে বাকি কোর্সগুলো জন্য নিবন্ধন কার্যক্রম সম্পুর্ন হয়েছে, দ্রুতই সেগুলো পর্যায় ক্রমে শেষ করা হবে।

এ কোর্সটি একজন উদ্যোক্তাকে সফল হতে বড় ভূমিকা রাখবে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জাফর বায়েজীদ উপ-মহা ব্যবস্থাপক বিসিক জেলা কার্যালয় রাজশাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ হায়দার আলী পিডি, বিসিক শিল্প নগরী-২, প্রকৌশলী গোলাম রব্বানী, বিশেষজ্ঞ আঞ্চলিক কার্যালয় রাজশাহী।

কোর্স কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন মো. রবিউল ইসলাম প্রমোশন কর্মকর্তা, বিসিক জেলা কার্যালয়,রাজশাহী।

অনুষ্ঠান সঞ্চালনায় ও প্রশিক্ষকদের ট্রেইনার হিসেবে ছিলেন মো. আনোয়ারুল আজিম, শিল্পনগরী কর্মকর্তা বিসিক শিল্প নগরী, রাজশাহী। এছাড়াও বিসিক আঞ্চলিক ও জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তা বার্তা রিপোর্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here