করোনা মহামারীর মধ্যেও বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে দেশব্যাপী বিসিক শিল্পনগরীগুলোতে যথাযথ স্বাস্থবিধি মেনে উৎপাদন অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় রাজশাহী বিসিক শিল্পনগরীতে চলছে নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎপাদন। সরকার ঘোষিত চলমান লকডাউননের মধ্যেও রাজশাহী বিসিক শিল্পনগরীতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও স্বাস্থ্যসম্ম উপায়ে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ওষুধ ও খাদ্যসামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎপাদন অব্যাহত রয়েছে।

করোনাভাইরাস মহামারীর এই সময়ে বিসিক চেয়ারম্যান নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের পরামর্শমেনে গতকাল রবিবার (২৫ এপ্রিল ) মনিটরিং কমিটি কারখানা পরিদর্শন করে।
পরিদর্শনের সময়ে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি পালন, যথাযথ হাইজিন মেনটেইন এবং মনোরম কর্মপরিবেশ রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সম্প্রসারণ কর্মকর্তা মো: নজরুল ইসলাম, শিল্পনগরী কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিম, প্রমোশন কর্মকর্তা মো: হারুনর রশিদ প্রমুখ।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here