করোনা পরিস্থিতির মধ্যেও জীবনরক্ষাকারী ওষুধ, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যসহ অন্যান্য উৎপাদন কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক)টঙ্গী শিল্পনগরীর শিল্প প্রতিষ্ঠানগুলো।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জানিয়েছে, চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে সুরক্ষাসামগ্রীর উৎপাদন অব্যাহত রাখা হয়েছে। এ ছাড়া টঙ্গী বিসিক শিল্পনগরীতে ওষুধ শিল্প প্রতিষ্ঠান গুলোতে ওষুধ উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে।
দেশের করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত পরিস্থিতির মোকাবেলায় বিসিক শিল্প নগরীগুলোতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তৈরী হচ্ছে।
শিল্পনগরীর উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকরা মাস্ক ব্যবহার করে ও প্রয়োজনীয় দূরত্ব বজায় রেখে কাজ করছে। এছাড়া অফিসে বা কারখানায় প্রবেশের পূর্বে সবাই সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতকে জীবাণুমুক্ত করছেন।
করোনা প্রতিরোধমূলক সব স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব কারখানা চালু রয়েছে যা এ শিল্পনগরীর কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা