স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও নারী উদ্যোক্তা ফোরামের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘ঐকতানের মেলা-২০২১’।
আগামী ২৬ ও ২৭ মার্চ রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
২৬ মার্চ সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হাই টেক পার্ক অথোরিটির ব্যবস্থাপনা পরিচালক (আইসিটি ডিভিশন) হোসনে আরা বেগম। বিশেষ অতিথি থাকবেন এস এম ই ফাউন্ডেশনের জিএম ফারজানা খান। অতিথি হিসেবে থাকবেন টেকসলুশন সিইও নাজনীন নাহার, ই-ক্যাবের ইনভেস্টমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান ফারহা মাহমুদ তৃনা, ইউসেপ’র পরিচালক (ফাইনান্স এন্ড কমপ্লাইএনস) নাজমুন নাহার।
মেলায় ৫৫টি স্টল ও প্যাভিলিয়ন থাকবে। যেখানে উদ্যোক্তারা পণ্য প্রদর্শনের সুযোগ পাবেন। সঙ্গে ব্র্যান্ডিং, মার্কেটিং ও কেনা-বেচার সুযোগ পাবেন। এছাড়া প্যানেল ডিসকাশন, সেমিনার ও ওয়ার্কশপ থাকছে যেখান থেকে উদ্যোক্তারা সরাসরি উপকৃত হবেন।
দেশীয় পণ্য ও সেবার উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য পণ্য প্রদর্শনী ও ব্যবসায়ীক উন্নয়নের দিক নির্দেশনামূলক সেমিনারের আয়োজন করা হবে এই মেলায়।
শারমিন আক্তার
উদ্যোক্তা বার্তা ঢাকা