বছরপূর্তি উপলক্ষ্যে রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্ক সংলগ্ন লোটাস কমিউনিটি সেন্টারে দ্বিতীয় বারের মতো ৬৪ জেলার উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার নিয়ে দিনব্যাপী মিলনমেলার আয়জন করা হয়েছে।
আজ (শুক্রবার) সকাল ৯টা থেকে আলোচনা সভার মাধ্যমে শুরু হয় আয়োজন। এরপর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম কেক কেটে বাংলাদেশ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস কাজ করি ডট কম ডট বিডি (kajkori.com.BD)’র উদ্ভোদন করেন।
অনু্ষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদ এর সাবেক সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার আনিকা ফারিয়া জামান অর্ণা। এ সময় তিনি পতাকা উত্তোলন করে ৬৪ ইএবি কোম্পানির উদ্বোধন করেন।
ফ্রিল্যান্সারদের মাতৃভাষায় কাজের সুযোগ পাবেন। এছাড়াও টাকা উত্তোলনের ক্ষেত্রে ব্রাক ব্যাংক, সিটি ব্যাংকসহ সকল ব্যাংক থেকে সুবিধা পাবেন বলে জানানো হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, এসোসিয়েশন অফ বাংলাদেশ -৬৪ ইএবি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল রানা, সহকারী সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, তানভীর অপু, ইনডেক্স ল্যাবরেটরির হেলাল উদ্দিন, ফ্রিল্যান্সার অন্তু। এছাড়াও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ সহো,বাংলাদেশের ৬৪ জেলা হতে আগত উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।এ সময় তারা মোটিভেশনাল স্পিস দিয়ে উদ্যোক্তাদের আরো সাহস যোগান।
আয়জনটির সহোযোগিতায় ছিলো-৬৪ ইএবি,ইনডেক্স, প্রতিশ্রুতি, জিডিসিএল, টিউশন সিটি, প্রোপ্লাস ২৪.কম, ক্লাসিক স্পোর্টস এন্ড ফিটনেস, মায়াবতি, ব্লুবার্ড, জয়া, এপিএপি, কাজকরি.কম.বিডি, এ্যারোমা, বাংলাদেশ বাজার।
মিডিয়া পার্টনার ছিলেন, চ্যানেল আই, রাজশাহী লাইভ, ৬৪ নিউজ বিডি.কম, বগুড়া এফএম, জিডিসিএল টিভি। ড্রিংকস পার্টনার ছিলেন এসএমসি পিউরিফাইড ড্রিংকিং ওয়াটার, হেলথ কেয়ার পার্টনার এপিএপি। ৬৪ জেলা হতে উদ্যোক্তাগণ এসে ১৩ টি স্টলে তাদের দেশীয় পণ্য দিয়ে মেলা প্রাঙ্গণ সাজিয়ে ছিলেন।
তামান্না ইমাম
উদ্যোক্তা বার্তা, রাজশাহী