বিসিক হবিগঞ্জ কর্তৃক আয়োজিত পাঁচদিন ব্যাপী (৩য় ব্যাচ) উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে, যা আগামী ২০-২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব শফিউল বারী আওয়াল, সভাপতি নাসিব হবিগঞ্জ, বিশেষ অতিথি মো: দেওয়ান মিয়া, সভাপতি বিসিক শিল্প মালিক সমিতি, হবিগঞ্জ, জনাব সাইফুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নাজমুল হোসেন, এজিএম বিসিক হবিগঞ্জ, কোর্স সমন্য়ক জনাব আল আমিন ভূইয়া শিল্প নগরী কর্মকর্তা বিসিক হবিগঞ্জ।

একজন প্রশিক্ষণার্থী যদি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণ করে তাহলে প্রশিক্ষণার্থীর জন্য যে সকল সুবিধা হবে তা হলো শিল্প অথবা ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণের সক্ষমতা অর্জন করতে পারবে, স্বাবলম্বী হওয়ার পন্থা ও কৌশল অর্জন করবে, উদ্যোক্তা নিজস্ব মূলধন ব্যবহারের হিসাব করার সক্ষমতা অর্জন করবে, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ প্রাপ্তির নিয়ম কানুন ও তথ্যাদি সম্পর্কে জানতে পারবে, ব্যবসা সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করবে।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here