নিজ নির্বাচনী এলাকার মুক্তিযোদ্ধাদের মাঝে নিজের প্রাপ্ত মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাবিতরণ করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মনিপুরী পাড়ার নিজ বাসভবনে ৩১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের প্রত্যেককে সাত হাজার টাকা করে দেন মন্ত্রী।

নিজের জমানো ভাতা বিতরণের সময় স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ৩১ জন মুক্তিযোদ্ধার উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য আমার পক্ষ থেকে এই উপহার। মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দিয়ে সম্মানিত করেছেন।’

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রতি মাসে তার প্রাপ্ত ভাতা নিজে খরচ না করে জমিয়ে রাখেন এবং নির্দিষ্ট সময় পরপর এ জমানো ভাতা তার নিজ এলাকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের প্রদান করেন।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here