স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রচেষ্টা শান্তি সংঘ’র উদ্যোগে করোনাভাইরাস মহামারীতে বিপাকে পড়া এক শ পরিবার মাত্র ১০ টাকার বিনিময়ে বাজার পেয়েছে।
এমন সঙ্কটকালে ১০ টাকার বিনিময়ে ১ কেজি আটা, ১ কেজি চাল, আধা কেজি ডাল, ১ প্যাকেট নুডলস, দু’টি ডিম, ১টি মিষ্টি কুমড়া, ১টি চাল কুমড়া, আধা কেজি ঢেঁড়স, ১ আটি পুঁই শাক, ১ আটি লাল শাক ও দু’টি লেবু পেয়ে খুশি ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার ঘাটারচর এলাকার এই অসহায় পরিবারগুলো।
সম্প্রতি ঘাটারচরের ওলামানগর ন্যাশনাল উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে দ্বিতীয়বারের মতো এই বাজারের আয়োজন করা হয়।
স্থানীয় তরুণদের এই উদ্যোগে তারানগর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক তার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
প্রচেষ্টার সদস্য কাউসারউজ্জামান রনি বলেন, ‘করোনাভাইরাসের প্রকোপে কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোর পাশে দাঁড়াতে নামমাত্র মূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।’
‘‘দুঃস্থ ও সুবিধাবঞ্চিত ছাড়াও বেশ কয়েকটি নিম্ন মধ্যবিত্ত পরিবারও সহায়তা পেয়েছেন। মানুষ যাতে এটাকে ত্রাণসামগ্রী না ভাবেন, তাই মাত্র ১০ টাকার বিনিময়ে এই আয়োজন।’’
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা