কোভিড-১৯ এর সংক্রমণে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত খাদ্যসামগ্রী সুনামগঞ্জের এক হাজার মেহনতি মানুষের মাঝে বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) পরিচালক অধিনায়ক মো. মাকসুদুল আলম উদ্যোক্তা বার্তাকে বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী সুনামগঞ্জের সীমান্তবর্তী মেহনতি ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
মোট এক হাজার প্যাকেটে মধ্যে প্রতি প্যাকেটে (৪ কেজি চাল, ৪ কেজি আটা, ২ কেজি ডাল এবং ১ কেজি লবণ) ছিল।
তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সুনামগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক, মেডিক্যাল অফিসার উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম তদারকি করেন।
খাদ্যসামগ্রী বিতরণের সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা