বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের যৌথ আয়োজনে বিসিকের কর্মকর্তাদের জন্য ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন-প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ’ বিষয়ক এক কর্মশালা শুরু হয়েছে।
শনিবার সকালে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি মিলনায়তনে এ প্রশিক্ষণ কোর্স শুরু হয়।
বিসিকের বিভিন্ন কার্যালয়ের প্রশিক্ষক ও কর্মকর্তাদের উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসা প্রসারের আন্তর্জাতিক মডিউলে এ আবাসিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রিজম প্রকল্পের দুজন সিনিয়র এক্সপার্ট আবদুল ওয়াদুদ ও কোহিনূর ইয়াসমিন ৬ দিনের এ প্রশিক্ষণ পরিচালনা করছেন। এতে ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। ১৫ই অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা চলবে।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা