৩০০ টাকা দিয়ে উদ‍্যোগ শুরু তার

0
উদ্যোক্তা তামান্না মান্নান

ছোট থেকেই ইচ্ছা ছিল নিজের একটা ব‍্যবসা থাকবে। স্বাধীনভাবে কিছু করবেন। সেই চিন্তা থেকেই উদ‍্যোক্তা হন তামান্না মান্নান।

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়ালেখা করা তামান্না মান্নান উদ‍্যোক্তা বার্তাকে জানান, “২০১৭ সালে  ও’ লেভেল এক্সাম দেবার সময় উদ‍্যোগটা শুরু করি। বললে হয়তো কেউ  বিশ্বাস করবে না যে মাত্র ৩০০ টাকা দিয়ে আমার যাত্রা শুরু হয়। আমি কাঠের উপরে বিভিন্ন নকশা করে থাকি। নিজ হাতে বিভিন্ন জুয়েলারি ডিজাইন করি, রং করি এবং নিজেই তা বানাই।”

তিনি বলেন: মূলত কাঠের তৈরি পণ্য নিয়ে আমি কাজ করি। কাঠ পরিবেশবান্ধব। আর আমি দেশী পণ্য নিয়ে কাজ করতে পছন্দ করি। আমি চাই মানুষ দেশীয় পণ্য বেশি ব‍্যবহার করুক।

তরুণ এই উদ্যোক্তার উদ‍্যোগ অনলাইনভিত্তিক। পেইজের নাম Tamanna’s gallery.

“আমি আর আমার আম্মু দুজনে মিলে পণ্যগুলো বানাই। আমার পরিবার র’ ম্যাটেরিয়াল কেনা থেকে শুরু করে সব ধরনের কাজে সহযোগিতা করে এবং সবসময় আমার পাশে থাকে,” উল্লেখ করে তার স্বপ্নের কথা এভাবে জানালেন তামান্না:  আমি চাই আমার উদ‍্যোগকে আরো বড় পরিসরে এগিয়ে নিতে। এবং অনলাইনের মাধ‍্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিতে।

উদ‍্যোক্তা তামান্না মান্নান বলেন: আমি নিজেই যেহেতু তরুণ তাই নতুন বা তরুণ উদ‍্যোক্তাদের জন‍্য বলবো– কিছু করতে টাকা লাগে না, সাহস লাগে। ইচ্ছা আর মনের জোর থাকলে অনেক কিছুই করা যায়।

আফসানা অভি
উদ‍্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here