২০জন নারী উদ্যোক্তাকে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ প্রদান

0

২০ নারী উদ্যোক্তাকে নিয়ে ঢাকায় সমাপ্ত হল কম্পিউটার স্কিল, ই ও ডিজিটাল মার্কেটিং বিষয়ক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স।

ঢাকার আসাদ এভিনিউয়ে বিসিআই কম্পিউটার ল্যাবে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি সম্পন্ন হলো। এই কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং উইম্যান এন্টারপ্রেনরস নেটওয়ার্ক ফর ডেভলপমেন্ট এসোসিয়েশন ওয়েন্ড।

উদ্যোক্তাদের সহায়তা প্রদান ও দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ দেয়া হয়। প্রিজম প্রকল্পের সহায়তায় উদ্যোক্তা উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য আন্তর্জার্তিক মানদণ্ড অনুসারে একটি প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরী করে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে। এটি পরিচালনা করেন প্রিজম প্রকল্পের জুনিয়ার এক্সপার্ট আকাশ ঘোষ।

বৃহস্পতিবার বিকেলে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন প্রিজম প্রকল্পের সিনিয়ার এক্সপার্ট এ্যান রেইন ও ওয়েন্ডের সভাপতি নাদিয়া বিনতে আমিন।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here