রাউজানে হবে একটি বিসিক শিল্পনগরী

0

চট্টগ্রামে আরো একটি বিসিক শিল্পনগরী হচ্ছে। জেলার রাউজান উপজেলায় প্রস্তাবিত এই শিল্পনগরী স্থাপনে ব্যয় হবে প্রায় ৮০ কোটি টাকা। ১৮৪টি শিল্প প্লটে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ইউনিট স্থাপিত হবে।

এ শিল্পনগরীতে ১০ শতাংশ ইউনিট নারী উদ্যোক্তাদের জন্য সংরক্ষণ করা হবে। শিল্প ইউনিটগুলোতে প্রায় সাড়ে সাত হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা স্থানীয়ভাবে দারিদ্র্য হ্রাসে সহায়ক ভূমিকা পালন করবে।

এরই ধারাবাহিকতায় গতকাল ২৬ মে ২০২১ বিসিক শিল্পনগরী রাউজান প্রকল্পের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন মাননীয় এমপি এবং সভাপতি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি জনাব এবিএম ফজলে করিম চৌধুরী। এ সময় রাউজান উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং ঠিকাদার উপস্থিত ছিলেন।

এমপি মহোদয় পুরো প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ দেন।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here