তরুণ উদ্যোক্তা সাদ্দাম হোসাইন সাজু

ঠাকুরগাঁওতে বাবা ২ জন কর্মী নিয়ে ব্যবসা করতেন পাপোশ তৈরির। তখন সাজু ঢাকায় স্নাতক ৩য় বর্ষে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি বেশকিছু স্বনামধন্য প্রতিষ্ঠানে করেছেন চাকরি। একবার এলাকা থেকে এক সিনিয়র ঢাকায় আসলেন যিনি প্রায় ১৫ বছর হ্যান্ডলুমে পাপোশ তৈরি করেছেন।

অভিজ্ঞতা শেয়ার করলেন সাজুর সাথে। এই গল্প শুনে ম্যানেজমেন্টের ছাত্র সাজুর চোখেও স্বপ্ন ভাসলো। সিনিয়রকে সাথে নিয়ে নেমে পড়লেন কাঁচামাল সংগ্রহের কাজে। চিন্তা করলেন গার্মেন্টসের ঝুট এবং সোনালী আঁশ পাট থেকে নতুন ডিজাইনের হোম ডেকর পণ্য তৈরি করবেন। বাবার পাপোশের ব্যবসার সাথে যোগ করেন নিজের ডিজাইনের শতরঞ্জি, ফ্লোর ম্যাট, ডোর ম্যাট, ডাইনিং টেবিল ম্যাট, রানার সহ প্রায় ৩০ ক্যাটাগরির পণ্য। এখন পর্যন্ত ২৫ জন কর্মীর কর্মসংস্থান করেছেন তরুণ উদ্যোক্তা সাদ্দাম হোসাইন সাজু।

 

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here