স্কুল কলেজগামী শিক্ষার্থীদের ব্যাগ তৈরি করেন উদ্যোক্তা মাসুদ রানা

0

সাল ২০১০, একজন স্বপ্নবাজ তরুণ পা রাখেন রাজধানী ঢাকায়। প্রথম কিছু বছর ভালোভাবে গেলেও একসময় জীবিকার তাগিদে কাজ শুরু করেন ব্যাগের কারখানায়। দূরদর্শী উদ্যোক্তা মাসুদ রানা ব্যাগের কারখানা থেকে অর্জন করেন অভিজ্ঞতা।

২০১৭ সালের ডিসেম্বরে তিনি আবিষ্কার করেন যে, তিনি এখন নিজেই উদ্যোগ নিতে পারেন। একটা মেশিন কিনে প্রথমে যাত্রা শুরু। সামান্য কিছু টাকার মূলধনেই পেয়ে যান স্বপ্নের মেশিন। মেশিনের গতির সাথে সাথে উদ্যোক্তার স্বপ্নের পথে যাত্রার গতিও বাড়তে থাকে।

ধীরে ধীরে ১২জন কর্মী যোগ দেন তার সাথে। আন্তরিকতা ও দক্ষ করে তোলার মাধ্যমে উদ্যোক্তা কর্মীদের থেকে সেরা কাজ বের করে আনতে পারেন।
রাজধানীর খিলক্ষেতে তার বর্তমান কারখানার অবস্থান। সারা মাস ব্যাপী অনবরত চলছে কাজ। ঘুরছে মেশিনের চাকা। তৈরি হচ্ছে স্কুল, কলেজ, ভার্সিটিগামী শিক্ষার্থীদের জন্য ব্যাগ।

উদ্যোক্তা মাসুদ রানা ও তার কর্মীরা সারা মাস কাজ করে প্রায় ২৫০০ব্যাগ উৎপাদন করছেন। ব্যাগগুলো ক্রেতাদের বেশ পছন্দ হচ্ছে বলে তিনি আজ খুবই খুশি। ঢাকার লোকাল মার্কেট যেমন গুলিস্থান, ফার্মগেট, উত্তরার ব্যাগের দোকানগুলোতে পণ্য দিচ্ছেন উদ্যোক্তা। উদ্যোক্তা মাসুদ রানা বলেন, “যখন আপনার পরিশ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য ক্রেতারা পছন্দ করবে ও গ্রহণ করবে, তখনই সবচেয়ে বড় স্বার্থকতা।”

অদম্য উদ্যোক্তারা কখনো থেমে থাকেন না। করোনা মহামারীর সময়ে যখন ব্যবসাখাত ক্ষতিগ্রস্ত। তখনও উদ্যোক্তা দমে যান নি। হাতে করে ব্যাগ নিয়েই রাস্তায় বিক্রি করতেন উদ্যোক্তার নেতৃত্বে তার কর্মীরা। এভাবেই শত বাঁধা জয় করে আজ একজন সফল উদ্যোক্তা মাসুদ রানা।

উদ্যোক্তা তরুণদের উদ্দেশ্যে বলেন, “চাকরির চেয়ে উদ্যোগ নেয়া বেশি নিরাপদ। এখন, চাকরি পাওয়া অনেক কষ্টসাধ্য। তারচেয়ে তরুণরা উদ্যোগ নিয়ে নিজের এবং অন্যদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।”

মশিউর শাফী,
উদ্যোক্তা বার্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here