সাবাহ্ বাংলাদেশ এর আয়োজনে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা

0

মিরপুর পল্লবীতে ২৫ উদ্যোক্তার অংশগ্রহণে অনুষ্ঠিত হলো নারী উদ্যোক্তা মেলা ও শীতকালীন পিঠা উৎসব ২০২৪।

সাবাহ্ বাংলাদেশ সার্ক ডেভেলপমেন্ট ফান্ডের একটি এনজিও। সার্কভুক্ত সকল দেশেই সাবাহ্ বাংলাদেশের কার্যক্রম রয়েছে। ২০১০ সাল থেকে সংস্থাটি কাজ করছে নারী উদ্যোক্তাদের নিয়ে।

সাবাহ্ বাংলাদেশের নিজস্ব ভবন বর্ধিত পল্লবীতে ৩০টি স্টলে বাহারী পিঠাপুলির পাশাপাশি ক্লোদিং আইটেম, পাটপণ্য, কুশিকাটার পণ্য, হোমডেকর আইটেম, মসলা আইটেম, সাসলিক, কাবাব, পেস্ট্রি, পুডিংসহ নানা ধরনের হোমমেড খাবারের পসরা বসে।

সাবাহ্ বাংলাদেশ মূলত নারী উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নানা রকম প্রশিক্ষণের পাশাপাশি উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণ, প্রসারে কাজ করছে। বিশেষ করে ঘরে বসে যে সকল নারীরা কাজ করে থাকে তাদের একটি সুন্দর প্ল্যাটফর্ম উপহার দেয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সাবাহ্ বাংলাদেশ। বর্তমানে এর সদস্য সংখ্যা ৩ হাজারের অধিক।

‘সাবাহ্ বাংলাদেশ’ সংগঠনটির পক্ষে জাহিদ খান বলেন, আমি মূলত নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করি, নারী উদ্যোক্তা তৈরি করি, তাদের জন্য প্লাটফর্ম তৈরি করি – তারা যেন তাদের প্রোডাক্টগুলো সেল করতে পারে সেই ব্যবস্থা আমি করে থাকি। সাবাহ্ বাংলাদেশ অন্য সব এনজিও বা সংগঠন থেকে আলাদা। এখানে যেমন ফ্রি প্রশিক্ষণ দেয়া হয় ঠিক তেমনি নারী উদ্যোক্তাদের থাকার ব্যবস্থা আছে সেই সাথে আমরা খাবারও সরবরাহ করে থাকি। একজন নারী উদ্যোক্তাকে আমরা সর্বাত্নক সহযোগিতা দিয়ে থাকি।

সাবাহ্ বাংলাদেশ ভবিষ্যতে ই কমার্স প্লাটফর্মসহ সারা বাংলাদেশে তাদের কার্যক্রম ছড়িয়ে দেবার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।

সেতু ইসরাত,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here