উদ্যোক্তা তামান্না সেতুর এক ভিন্নধর্মী উদ্যোগ বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়। একজন সফল উদ্যোক্তা হিসেবে তামান্না সেতু এই স্কুলের মাধ্যমে গড়েছেন তার স্কুলের শিক্ষকদের কর্মসংস্থান ও সেই সাথে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন শিশুদের মেধা-মননের সঠিক বিকাশে। গত ২৬ এপ্রিল ২০১৯ মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয় আয়োজন করেছিলো ‘সম্প্রীতির জন্য সমাবেশ’।
মানুষের জন্য ফাউন্ডেশন-এর সম্প্রীতি প্রকল্পে বাতিঘরের আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি হয় এই সমাবেশের মধ্য দিয়ে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রখ্যাত নাট্যকার ও নির্দেশক মান্নান হীরা, নাট্যকার ও নির্দেশক অলক বসু, ডা. শাহীনা বেগম শান্তা, সাংবাদিক জাহিদুল ইসলাম সজল, সাংবাদিক ফাহমিদা আক্তার, সম্প্রীতি প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার শাহাজাদী বেগম, সম্প্রীতি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার শাহরিয়ার মান্নান, এবং বাতিঘরের পরিচালক তামান্না সেতু।
সম্প্রীতির জন্য চিত্রাঙ্কন, রচনা ও স্লোগান লেখা প্রতিযোগিতার বিজয়ীদের ভেতর পুরস্কার বিতরণ করা হয় এবং সেরা ছবি ও স্লোগান দিয়ে প্রকাশিত ক্যালেন্ডার বিতরণ করা হয় সকলের মধ্যে।
সবশেষে বাতিঘরের শিশুরা পরিবেশন করে নৃত্যনাট্য বাল্মিকী প্রতিভা এবং তাশের দেশ।
সাদিয়া সূচনা