বক্তব্য রাখছেন, জনাব মোঃ আখতারুজ্জামান, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীরা এখন আর চাকরির জন্য ঘরে বসে থাকে না তারা এখন উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ আখতারুজ্জামান।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অডিটোরিয়ামে “এসএমই উদ্যোক্তাদের নিয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ঢাবি উপাচার্য আখতারুজ্জামান বলেন, একটা সময় সরকারি চাকরির জন্য শিক্ষার্থীরা বুদ হয়ে থাকত কিন্তু এখন তারা আর বসে থাকে না। তারা অন্য দিকে ঝুঁকছেন। তারা এখন উদ্যোক্তা হতে চায়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

তিনি বলেন, আমি আশা করি আজকের এই অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে নতুন একটা স্বপ্ন বুনবে, উদ্যোক্তা হতে উদ্ভুদ্ধ করবে।

বক্তব্য রাখছেন জনাব শিবলী রুবাইয়াতুল ইসলাম, ডিন, বিজনেস স্টাডিজ অনুষদ

সুষ্ঠু ও টেকসই শিল্পায়ন তথা ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করতে নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং এসএমই উদ্যোক্তাদের জন্য ব্যবসা সহায়ক পরিবেশ সৃষ্টি একান্তভাবে প্রয়োজন। এলক্ষ্যে, উদ্যোক্তাদের ব্যবসা শুরু, ব্যবসা পরিচালনায় বাধা ও সেগুলো উত্তরণের উপায় সম্পর্কে অবগত করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তব্য রাখছেন ড. রাজিয়া বেগম, অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, উদ্যোক্তা বান্ধব এই দেশে উদ্যোক্তার প্রয়োজনীয়তা, উদ্যোক্তা সৃষ্টির পরিবেশ এবং প্রতিবন্ধকতা দূরীকরণে করণীয় কি সেসব বিষয়ে আলোকপাত।

মূলত এই কর্মসূচি আয়োজনের প্রধান উদ্দেশ্যে ছিলো সফল এসএমই উদ্যোক্তাদের সাফল্য উপস্থাপন, তাদের নানান সফলতা ও ব্যর্থতা সম্পর্কে  আলোচনা, শিক্ষক, ছাত্রছাত্রী ও সফল এসএমই উদ্যোক্তাদের সাথে সম্পর্ক স্থাপন, উদ্যোক্তা হওয়াকে মহৎ পেশা হিসেবে নেয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদানসহ চারজন জাতীয় পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তাদের পরিচিতি। তাদের সাফল্যের, সংগ্রামের গল্প তুলে ধরা যেনো উপস্থিত শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়।

এসএমই এওয়ার্ড প্রাপ্ত সম্মানিত উদ্যোক্তাবৃন্দ

চারজন সফল জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তাদের মধ্যে ছিলেন, মিজ মাসুদা ইয়াসমিন উর্মি( স্মার্ট লেদার) জনাব এ টি এম সামসুজ্জামান (কিউভিসি বিডি লিঃ) মিজ মাকসুদা হাসনাত (শতদল হস্তশিল্প) এবং জনাব মোঃ গাজী তৌহিদুর রহমান ( এফ এম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিঃ) তাদের প্রত্যেকের ওপর একটি করে ভিডিও চিত্র তুলে ধরা হয় এবং তারা প্রত্যেকেই তাদের সংগ্রাম এবং সফলতার গল্প তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীবৃন্দ

অনুষ্ঠানে প্রশ্ন-উত্তর পর্বের মাধ্যমে উদ্যোক্তা হতে আগ্রহী এমন শিক্ষার্থী এবং উদ্যোক্তাদের আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীবৃন্দ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. রাজিয়া বেগম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুল ইসলাম।

মোঃ সফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন

‘এসএমই উদ্যোক্তাদের ব্যবসা সাফল্য উপস্থাপন’ এই স্লোগান সামনে রেখে এসএমই উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে এসএমই ফাউন্ডেশন। সহযোগিতায় ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

 

বিপ্লব আহসান
ছবি- ইকবাল আপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here