শরৎ উৎসবে উদ্যোক্তা মেলা

0

ব্যস্ত নগরীর ব্যস্ত নগরবাসীকে শরতের ছোঁয়া দিতে ‘চারুকলা’র উদ্যোগে চলছে দেশীয় পণ্য নিয়ে শরৎ মেলা। নারী ও পুরুষদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দুই দিনের উদ্যোক্তা মেলায় উদ্যোক্তারা অংশ নিয়েছেন আগ্রহের সাথে, উৎসবের আমেজে।

শরতের চতুর্থ দিন (৪ ভাদ্র) শুক্রবার ধানমন্ডি-২৭ এ মাইডাস সেন্টারে মেলাটি শুরু হয়। দু’দিনের মেলা চলবে শনিবার রাত ৮টা পর্যন্ত ।

মেলার আয়োজক তৌসিফ বলেন: চারুকলা শরৎ মেলার উদ্দেশ্য হলো দেশের নতুন উদ্যোক্তাদের নিয়ে একটি সুন্দর অগ্রযাত্রা, যা তাদেরকে আরও অনুপ্রেরণা দিয়ে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে।

উদ্যোক্তা সিনথিয়া আক্তার নাহিদ চারুকলার শরৎ মেলা সম্পর্কে জানান, স্টলে থাকছে দেশীয় তাঁতের শাড়ি, কুর্তি, রেডি ওয়ার ব্লাউজ। যেকোন পণ্য হাতে ধরে দেখে বুঝে কেনার আনন্দ অন্যরকম। যাচাই বাছাই করার একটা ভালো সুযোগ।

চারুকলার শরৎ মেলায় আসা উদ্যোক্তা আমি অনিন্দিতা উর্মি বলেন, ‘বিজনেসটা শুরু করেছি নিজের আলাদা একটা পরিচয় পাবার জন্য। স্বপ্ন ছিলো বুটিক হাউজের, সম্পুর্ণ নিজস্বতায় ভরা থাকবে এমন কিছু। সেই স্বপ্নের পথে এগিয়ে চলেছি। প্রোডাক্ট সংগ্রহ, তার ফটো সেশন– কাজগুলো সম্পূর্ণ একাই চালাই। পোশাক নিয়ে আমার কাজ। ভবিষ্যতে বড় কিছু করার ইচ্ছে নিয়ে এগিয়ে চলেছি।

মেলা ঘুরে দেখা গেছে, উদ্যোক্তাদের নিজেদের তৈরি শাড়ি, সালোয়ার-কামিজ, মেয়েদের টপস, বাচ্চাদের পোশাক, হ্যান্ডিক্র্যাফটস, চামড়াজাত পণ্য, জুতা, হাতের তৈরি দেশি গয়না, নানা ধরনের হোম ডেকর ছাড়াও ঘরে বানানো মুখরোচক খাবার, আচার– এ রকম পণ্যের ৩০টির বেশি স্টল আছে।

শরৎ মেলাটি সকলের জন্য উন্মুক্ত।

মেহনাজ খান
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here