রিমুর নিউ ড্রিম ফ্যাশন ওয়ার্ল্ড এখন দেশের গণ্ডি ছাড়িয়ে

0
উদ্যোক্তা - আঁখি আফরোজ রিমু

গ্রামের ধুলোমাটি মেখে বড় হয়েছেন আঁখি আফরোজ রিমু। শৈশব-কৈশোর কেটেছে জন্মস্থান ফরিদপুরের গোয়ালচামট গ্রামে। সরকারি রাজেন্দ্র কলেজ থেকে পদার্থবিজ্ঞান বিভাগে গ্রাজ্যুয়েশন শেষ করেছেন।

কিছু একটা করার প্রবল ইচ্ছে ছিল। তার সেই ইচ্ছেকে গুরুত্ব দিয়ে স্বামী সাহসের হাত বাড়ালেন। মাত্র তিন হাজার টাকা পুঁজি নিয়ে ২০২০ সালের ৩০ অক্টোবর উদ্যোক্তা হিসেবে শুরু করলেন, আঁখি আফরোজ রিমু।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নিউ ড্রিম ফ্যাশন ওয়ার্ল্ড’ নামে একটি পেজ দিয়ে যাত্রা শুরু করলেন। শুরুতে হাফ সিল্ক শাড়ি নিয়ে কাজ শুরু করলেও যখন দেখলেন বেশ ভালো সাড়া পাচ্ছেন, তখন উদ্যোগের ক্ষেত্র আরো একটু বড় করলেন। হাফ সিল্ক শাড়ির সাথে দেশীয় থ্রিপিস, বোরখা, গাউন, টপসসহ বিভিন্ন ধরনের লেডিস আইটেম যুক্ত করলেন পণ্য তালিকায়।

২০২১ সালে বিসিকের অনলাইন ঈদ হাটে অংশ নিয়ে দেশ সেরা উদ্যোক্তা পুরষ্কার লাভ করেন আঁখি আফরোজ রিমু। তিন হাজার টাকার পুঁজি এখন কয়েক লাখ টাকা।

আঁখি আফরোজ রিমুর ‘নিউ ড্রিম ফ্যাশন ওয়ার্ল্ডের’ পণ্য এখন দেশের গণ্ডি ছাড়িয়ে সৌদিআরবেও স্থান দখল করেছে।
রিমু বলেন, ‘প্রতিটি নারীর স্বাবলম্বী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এ চিন্তা থেকেই আমি উদ্যোক্তা হিসেবে কাজ করছি। ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবেই।

তামান্না ইমাম
রাজশাহী ডেস্ক, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here