করোনা মহামারীর মধ্যেও বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতকরণে দেশব্যাপী বিসিক শিল্পনগরীসমূহে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী বিসিক শিল্পনগরীতেও চলছে নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎপাদন। বিসিক চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক এবং জেলা প্রধানের পরামর্শক্রমে ২৫ এপ্রিল মনিটরিং কমিটি কর্তৃক কারখানা পরিদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সম্প্রসারণ কর্মকর্তা মো: নজরুল ইসলাম, শিল্পনগরী কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিম, প্রমোশন কর্মকর্তা মো: হারুনর রশিদ প্রমুখ।
পরিদর্শনকালে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন, যথাযথ হাইজিন মেনটেইন এবং মনোরম কর্মপরিবেশ রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
এসময় কর্মকর্তারা বলেন, দ্রুত শিল্পায়নের কাঙ্ক্ষিত লক্ষ্যকে সামনে রেখে প্রস্তাবিত ও বিদ্যমান শিল্পকে বিসিক, রাজশাহী বিভিন্ন উন্নয়ন ও সম্প্রসারণমূলক সহায়তা প্রদান করে থাকে। কোনো শিল্প প্রতিষ্ঠান বিসিকের সহায়তা তথা সেবা পেতে আগ্রহী হলে সে শিল্প প্রতিষ্ঠানকে অবশ্যই বিসিক কর্তৃক নিবন্ধিত হতে হবে।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা