পদ্মার কোল ঘেঁষা বাংলাদেশ শিশু একাডেমি, রাজশাহীরপ্রাঙ্গণে শুরু হয়েছে রাজশাহী বিভাগীয় উদ্যোক্তা শীর্ষ সম্মেলন ও পণ্য প্রদর্শনী ২০২২। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সস্ত্রীক ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আয়োজনটির উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক মোঃ আব্দুল জলিল।
বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, উদ্যোক্তারা এখানে বিভিন্ন ধরনের দেশীয় পণ্য প্রদর্শন করছেন। ক্রেতাদের যার যেমন চাহিদা সে অনুযায়ী পণ্য নিতে পারবেন। এই ধরনের মেলায় উদ্যোক্তারা যেমন উপকৃত হচ্ছেন, তেমনি দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখছে।
এরকম মেলা আরও বেশি বেশি আয়োজনের আহ্বান জানিয়ে মেলার সহযোগী সকল প্রতিষ্ঠানকে তিনি ধন্যবাদ জানান।
বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন (বিইডিএফ) এর আয়োজনে ২২ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত মেলা চলার কথা থাকলেও জেলা প্রশাসকের সম্মতিতে মেলার সময় একদিন বাড়িয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এর মাঝে ২৪ ডিসেম্বর রাজশাহী বিভাগের উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হবে সম্মেলন।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক জয়া মারিয়া এবং বিসিক জেলা কার্যালয়, রাজশাহীর উপ-মহাব্যবস্থাপক জাফর বায়েজীদ।
আয়োজকরা জানিয়েছেন, রাজশাহী বিভাগের বাইরে রংপুর, কুষ্টিয়া, যশোরসহ অন্যান্য জেলা থেকেও এই মেলা এবং সম্মেলনে অনেক উদ্যোক্তা অংশ নিয়েছেন এবং নেবেন।
মেলার ৬৭টি স্টলে দেশীয় পণ্যের পসরা নিয়ে বসেছেন উদ্যোক্তারা। এখানে গৃহসজ্জা সামগ্রী, পাটজাত পণ্য, কাঠের ও মাটির পণ্য, রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্কসহ বিভিন্ন ধরনের পোশাক ও খাবারের স্টল রয়েছে।
আয়োজনে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের জন্য রয়েছে সেমিনারের ব্যবস্থা যেখানে অংশ নেওয়ার জন্য তাদের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে। সেমিনারে মেন্টর হিসেবে থাকবেন ফিচার আইকন এর প্রতিষ্ঠাতা ও সিইও এবং সেলস লিডারশিপ ট্রেইনার ইউসুফ ইফতি।
২৪ ডিসেম্বর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুর রহমান আজিজ। সভাপতিত্ব করবেন সংগঠনটির রাজশাহী বিভাগীয় আহ্বায়ক লায়লা নাসরিন।
বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের এই আয়োজনে সার্বিক সহায়তায় রয়েছে বিসিক, রাজশাহী। টাইটেল স্পন্সর রাঙাপরি ডেভলপারস অ্যান্ড বিল্ডার্স, ইভেন্ট পার্টনার পিঁপড়া ইভেন্ট ম্যানেজমেন্ট, আইটি পার্টনার সি বি এ আইটি এবং মিডিয়া পার্টনার উদ্যোক্তা বার্তা।
তামান্না ইমাম,
উদ্যোক্তা বার্তা