রাজশাহীর সিটি সেন্টারে ঈদ পণ্য মেলা শুরু

0

রাজশাহীতে চারদিনব্যাপী ঈদ পণ্য মেলা শুরু হয়েছে। নগরীর সোনাদিঘীর মোড়ে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা সিটি সেন্টারে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। রোববার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়্যালি যুক্ত থেকে ঈদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও এনা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, এমপি।

সেসময় তিনি মেলায় অংশগ্রহণকারী সকল উদ্যোক্তা ও ব্যবসায়ীকে শুভকামনা জানান। পাশাপাশি সিটি সেন্টারকে নগরীর অন্যতম শপিং সেন্টারে রূপান্তরে করণীয় বিষয়ে কথা বলেন।

সিটি সেন্টারের তৃতীয় তলায় ৩০টি স্টলে ঈদ পণ্য মেলায় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা দেশী পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলোর পণ্যও রেখেছেন ব্যবসায়ীরা।

ঈদ উপলক্ষে বাহারি পোশাক, গৃহসজ্জা সামগ্রী, উপহার সামগ্রী, গহনাসহ ফ্যাশনেবল প্রোডাক্ট ও হোমমেড খাবার রয়েছে মেলায়। মেলাটি প্রতিদিন বেলা ১১টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে। প্রাথমিক ভাবে চারদিনব্যাপী মেলার সিদ্ধান্ত থাকলেও ক্রেতা সমাগমের উপর নির্ভর করে দিন সংখ্যা বাড়তে পারে বলে আয়োজকরা জানান।

মেলার উদ্বোধনীতে মমতাজ আক্তার স্বপ্না ও সিনথিয়াসহ আরো অনেক উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সিটি সেন্টারের পরিচিতি এবং ঈদ উপলক্ষে ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীদের এই আয়োজন করা।

তামান্না ইমাম
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here