রাজশাহীতে তিনদিনব্যাপি সায়েন্স কার্নিভাল এবং পিঠা উৎসব শুরু হয়েছে। গভঃ ল্যাবরেটরী হাইস্কুল রাজশাহীর আয়োজনে সায়েন্স ফেয়ার এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে অবসরপ্রাপ্ত শিক্ষক ও ল্যাবরেটরী স্কুলের সাবেক ছাত্র সুলতান চাকতাই ফিতা কেটে আয়োজনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেসময় অতিথির সাথে অনেক উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
৫, ৬ এবং ৭ জানুয়ারি সকাল ৯টা থেকে রাত ৯ টা পর্যন্ত লক্ষীপুর মোড় সংলগ্ন গভঃ ল্যাবরেটরী হাইস্কুল মাঠে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হবে।
মেলায় আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপ থেকে ১৯ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। তারা পাটিসাপটা, নকশি, পাকন, দুধপলি, চিতইসহ বাহারি স্বাদের পিঠেপুলি দিয়ে স্টল সাজিয়েছেন।
এছাড়াও হাতের কাজ, ব্লক-বাটিক, টাই-ডাই, অর্গানিক ফুড নিয়ে উদ্যোক্তারা মেলায় এসেছেন।
মেলায় সার্বিক সহযোগিতায় রয়েছে আল-আকসা ডেভলপারস প্রাইভেট লিমিটেড। সায়েন্স ফেয়ারে প্রবেশে শর্ত থাকলেও পিঠা উৎসব সকলের জন্য উন্মুক্ত।
তামান্না ইমাম,
উদ্যোক্তা বার্তা