রাজধানীতে স্থায়ী অবকাঠামো পেল কৃষকের বাজার

0

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এখন থেকে প্রতিদিন বসবে কৃষকের বাজার। এতদিন অস্থায়ী অবকাঠামোতে শুক্র ও শনিবার বেচাকেনা হতো। সোমবার (২৬ জুন) কৃষকের বাজারের স্থায়ী অবকাঠামো উদ্বোধন করেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার।

এতোদিন সংসদের সামনে সেচ ভবনে কৃষকের বাজার বসেছিল। ২০১৯ সালে ৬ ডিসেম্বর কৃষিমন্ত্রী অস্থায়ীভাবে এই বাজার উদ্বোধন করেছিলেন। সেটারই একটি স্থায়ী কাঠামো পেল।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, কৃষি বিপণন অধিদপ্তরের অধীনে কৃষকের বাজার তৈরি হয়েছে। এ অবকাঠামো তৈরিতে অর্থায়ন করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও। বাজারে দোকান সংখ্যা ৩৪টি। উদ্বোধনের পর নরসিংদীর বেলাবো, মানিকগঞ্জের সিংড়া, সাভারসহ ঢাকার আশপাশের তালিকাভুক্ত কৃষকরা সবজি বিক্রি শুরু করেছেন।

কৃষি বিপণনের মহাপরিচালক মো. মাসুদ করিমের সভাপতিত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান ও এফএও’র প্রতিনিধি নুর খন্দকার প্রমুখ।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here