দেশে কোভিড-১৯ মোকাবেলায় এভারকেয়ার হসপিটালকে অত্যাবশকীয় চিকিৎসা সামগ্রী দিয়ে সহায়তা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এভারকেয়ার হসপিটাল ঢাকা এমন সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি বিশেষ অভিবাদন জানিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এভারকেয়ার হসপিটালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী করোনাভাইরাস মোকাবেলায় সহযোগিতার জন্য এভারকেয়ার হসপিটাল ঢাকাতে কোভিড-১৯ ট্রলি ও আইসোলেশন বেড দিয়েছে। 

এভারকেয়ার হসপিটালের হেড অফ মেডিকেল সার্ভিসেস ডা. আরিফ মাহমুদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন: ‘এটি বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক পদক্ষেপের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই ধরনের ইক্যুইপমেন্ট আমাদের অসুস্থদের সেবা দেওয়ার ক্ষমতা বাড়িয়ে দিবে।’

‘বেশ কয়েক মাস আগে থেকেই বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজস্ব উদ্যোগে সম্মিলিত সামরিক হাসপাতালে

(সিএমএইচ) ঢাকাতে এগুলো ব্যবহার করা শুরু করে।  সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের  উদারতা ও যথাযোগ্য উদ্যোগে আমরা এই প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীগুলো পেয়েছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপ শুধুমাত্র কোভিড-১৯ মোকাবিলা করতেই সাহায্য করবে না, সেইসাথে আরো অনেক প্রতিষ্ঠান ও সংগঠনকে ফ্রন্টলাইনে কর্ম️রত ডাক্তার ও হসপিটালের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে উদ্বুদ্ধ করবে।’

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here