করোনাকালে প্রায় পাঁচ শতাধিক সাংবাদিক পরিবারকে খাদ্য সামগ্রী শুভেচ্ছা উপহার হিসেবে পাঠিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ

অনেকটা গোপনে শত শত সাংবাদিক পরিবারকে এগুলো পাঠিয়েছেন বাসায় বাসায়।

শুভেচ্ছা উপহার পাওয়া একাধিক সাংবাদিক সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রার্দুভাবের শুরু থেকে আইজিপি নিজের পেশাগত দায়িত্বে পাশাপাশি করোনার কারণে বেতন-ভাতা নিয়ে সমস্যায় থাকা সাংবাদিকদের সহায়তা করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

করোনাকালে সাংবাদিক ও পুলিশ উভয়ে ফ্রন্ট লাইনার্স হিসেবে কাজ করে যাচ্ছেন। করোনাভাইরাসের প্রকোপে অনেক গণমাধ্যম হঠাৎ করে বন্ধ নয়তো বেতনভাতা নিয়ে সমস্যা শুরু করে। এই অবস্থায় বিপদে পড়ে যায় অনেক অস্বচ্ছল ও বেকার সাংবাদিক। ক্রাইম বিটে কাজ করা অনেক সাংবাদিক সূত্রে এ খবরে স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসেন বেনজির আহমেদ।

সিনিয়র সাংবাদিক শহীদ হাসান এ বিষয়ে বলেন, পুলিশের নিয়মিত কাজের বাইরে এধরণের সামাজিক উদ্যোগ পুলিশ বাহিনীকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। আমরা প্রত্যেক পুলিশ সদস্যদের মধ্যে ড. বেনজীর আহমেদের মতো মানবিকতা ও মহানুভবতা দেখতে চাই।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here