বিজয় দিবস ২০২০। বিজয়ের ৪৯তম বার্ষিকীতে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হলো ঐক্য ডটকম ডটবিডি ‘বিজয় মেলা’। করোনা মহামারীতে বিস্তৃত পরিধিতে মেলা না হলেও ভার্চ্যুয়ালি এ মেলায় ব্যাপক সাড়া ফেলেছে দর্শকরা।

আজ বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। এই বিশেষ দিনকে ঘিরে বরাবরই দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করে চ্যানেল আই।

করোনার কারণে বিস্তৃত পরিসরে বিজয় মেলা না হলেও ভার্চুয়াল আয়োজনে ১৪তম ঐক্য ডটকম ডটবিডি ‘বিজয় মেলা’ উদযাপিত হয়।

সরকারী স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী নানা আয়োজনে সাজানো হয়েছে বিজয় মেলা। দিনব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘এই বিজয় মেলা বার বার মনে করিয়ে দেবে, বাঙালি বীরের জাতি। বাংলাদেশ সেই জাতি যারা গর্ব করতে পারে, গৌরব করতে পারে।’

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই’র প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ‘করোনার কারণে যখন পুরো বিশ্ব বিপর্যস্ত, তখনও বাংলাদেশ অর্থনৈতিক অগ্রযাত্রায় বিন্দুমাত্র থমকে নেই। পুরো দেশ তার সমৃদ্ধি নিয়ে এগিয়ে চলছে। গর্ব করে বলতে ইচ্ছে করে, সমস্ত পৃথিবী যখন খাদ্য নিয়ে দুশ্চিন্তায়, তখন বাংলাদেশের এই কৃষকরা মুক্তিযোদ্ধাদের মতোই আমাদেরকে খাদ্য সরবরাহ করছেন। আমাদেরকে খাদ্যসংকট নিয়ে বিন্দুমাত্র ভাবতে হচ্ছে না। আজকে সমগ্র বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ।’

ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আইয়ের পরিচালক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, ‘অনেক মানুষের রক্তের বিনিময়ে আমরা যেই দেশ পেয়েছি, সেই দেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। এই দেশের জন্য আমরা কয়জন কাজ করতে পেরেছি সেটা আমাদের ভাবতে হবে।’

সকাল ১১ থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত চ্যানেল আইয়ে সরাসরি সম্প্রচার করা হয় ঐক্য চ্যানেল আই ভার্চ্যুয়াল বিজয় মেলা।

বিজয় মেলায় উপস্থাপনা করেন ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অপু মাহফুজ ও দিলরুবা সাথী।বিজয় মেলা পরিচালনা করছেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here