ব্র্যাক ব্যাংক তারা উদ্যোক্তা মেলা

0

নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রসার ও বাজার সৃষ্টিতে সহায়তায় ব্র্যাক ব্যাংক ঢাকায় একটি মেলার আয়োজন করে ।শুক্র ও শনিবার (১৪ ও ১৫ এপ্রিল) তেজগাঁও-গুলশান লিংক রোডে আলোকি কনভেনশন সেন্টারে ‘তারা উদ্যোক্তা মেলা’ নামের এ পণ্য প্রর্দশনী অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন অঞ্চলের ৫০ জন ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের নারী উদ্যোক্তা দেশি ঐতিহ্যবাহী পণ্যের পসরা নিয়ে মেলায় অংশ নেন।

শুক্রবার সকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। তিনি বলেন, ‘এ মেলা আয়োজন করা হয়েছে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে যেসব নারী উদ্যোক্তা দেশীয় পণ্য তৈরি করছেন, তাদের পণ্য পরিচিতি বাড়ানো ও বাজার সৃষ্টিতে সহায়তা করার উদ্দেশ্যে।

‘মেলায় ক্যাশলেস পেমেন্টের জন্য ব্র্যাক ব্যাংক কিউআর কোডভিত্তিক ও কার্ড পেমেন্টসহ ডিজিটাল পেমেন্ট সুবিধা দিয়েছে। আশা করি, তরুণ উদ্যোক্তাদের জন্য এ মেলা তাদের অনেক এগিয়ে নিতে সহায়তা করবে,’ বলে মন্তব্য করেন তিনি

প্রদর্শনীটি সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, ‘সমৃদ্ধির পার্টনার হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় নারী উদ্যোক্তাদের পূর্ণ সম্ভাবনা বিকাশে সহায়তা করে আসছে। এই মেলার মাধ্যমে উদ্যোক্তারা দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিশে থাকা ঐতিহ্যবাহী পণ্যের প্রসারের সুযোগ পেয়েছেন। এই মেলার আয়োজন দেশের নারী উদ্যোক্তাদের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।’

উদ্যোক্তা সিফাত বলেন, মেলায় ক্যাশলেস পেমেন্টের জন্য ব্র্যাক ব্যাংক কিউআর কোডভিত্তিক ও কার্ড পেমেন্টসহ ডিজিটাল পেমেন্ট সুবিধা দিয়েছে। যা আমরা শুধু এ মেলায় নয় যেকোনো জায়গায় মেলা করতে গেলে ব্যবহার করতে পারবো। সম্পূর্ণ ফ্রি আমরা অংশগ্রহণ করতে পেরেছি এবং আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এ সুযোগ বিশাল বড় ব্যাপার যা আমাদের এগিয়ে নিতে অনেক বড় সহযোগিতা।

উদ্যোক্তারা পাট, বাঁশ ও মাটির তৈরি বিভিন্ন হস্তশিল্পের পাশাপাশি হাতে সেলাই করা কাপড়, হাতে তৈরি কারুশিল্প, মাটির তৈরি সামগ্রী, প্রক্রিয়াজাত চামড়াজাত পণ্য, অর্গানিক খাদ্যদ্রব্য, বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি ও শতরঞ্জিসহ দেশে উৎপাদিত নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করেন।

মেহনাজ খান
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here