করোনা পরিস্থিতির মধ্যেও জীবন রক্ষাকারী ওষুধ, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যসহ অন্যান্য উৎপাদন কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) পাবনা শিল্পনগরীর শিল্প প্রতিষ্ঠানগুলো।

শিল্পনগরী বিসিক পাবনা স্বাস্থ্যবিধি মেনে চালু রেখেছে স্কয়ার, এ.আর অটো রাইস মিল, মোয়াজ উদ্দীন স্টিল মিলস, রাজা মবিল এন্ড ডিজেল ফিল্টার, কিষাণ ফুড, তুষার ফ্লাওয়ার মিলসহ সকল প্রতিষ্ঠান।

লকডাউনে শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকদের অবাধ যাতায়াতে ইতোমধ্যে বিতরণ করা হয়েছে পরিচয়পত্র।

পাবনা বিসিক জেলা কার্যালয় প্রধান মোঃ রফিকুল ইসলাম, শিল্পনগরী কর্মকর্তা মোঃ কামাল পারভেজ ও সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ পাবনা শিল্পনগরী পরিদর্শন করেন।

করোনা পরিস্থিতির মধ্যেও খাদ্যজাত, ওষুধ, টেক্সটাইল ও হালকা প্রকৌশল শিল্প প্রতিষ্ঠানগুলোও উৎপাদন অব্যাহত রেখেছে।

করোনা প্রতিরোধমূলক সব স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব কারখানা চালু রয়েছে যা এ শিল্পনগরীর কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন।

উল্লেখ্য, ১৯৬২ সালে ১১০ দশমিক ৫৩ একর জায়গা নিয়ে যাত্রা শুরু করে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বিসিকের এই শিল্পনগরী। পরবর্তীতে ২০১৬ সালে আরও ১৫ একর জমিতে এ শিল্পনগরী সম্প্রসারিত করা হয়।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here