বিসিকের আঞ্চলিক পরিচালক ও জেলা এসএমই ঋণ বিতরন মনিটরিং কমিটির সদস্য সচিবদের নিয়ে “সিএমএসএমই ঋণ প্রণোদনা প্যাকেজ ও বিসিকের অন্যান্য ঋণ কার্যক্রম বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে।
আজ বুধবার (১০ মার্চ) দিনব্যাপি অনলাইনে এ অনলাইন কোর্স অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারের ঘোষিত বিশ হাজার কোটি টাকার ‘সিএমএসএমই ঋণ প্রণোদনা প্যাকেজ’র সঠিক বাস্তবায়নের লক্ষ্যে বিসিকের জেলা কার্যালয়ের প্রধানদের সদস্যসচিব করে দেশের ৬৪ জেলায় প্রণোদনা ঋণ বিতরণ মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এই ঋণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। চলমান ঋণ বিতরণ কমিটির আহ্বায়ক প্রতিটি জেলার জেলা প্রশাসক। এক্ষেত্রে কোভিড-১৯ সময়ে ক্ষতিগ্রস্থ শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে প্রণোদনা ঋণ বিতরণ মনিটরিং কমিটির সুপারিশ অনুযায়ী বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এই প্রণোদনা ঋণ বিতরণ করার নির্দেশ দেয়া হয়েছে। কমিটির সদস্য-সচিব বিসিকের জেলা কার্যালয়ের জেলা প্রধানরা যেনো সক্ষমতার সঙ্গে এ দায়িত্ব পালন করতে পারেন সে কারণেই এই দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ” এসএমই খাত উজ্জ্বীবন সংক্রান্ত কমিটির ” ৭ম সভার সিদ্ধান্তের আলোকে বিসিকের ঋণ প্রশাসন শাখার চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ শাখার মাধ্যমে অনলাইনে ৬৭ জন কর্মকর্তারকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
দিনব্যাপী এই অনলাইন প্রশিক্ষন কোর্সে অনলাইনের মাধ্যমে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. মোশ্তাক হাসান, এনডিসি, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন, এনডিসি; বিসিকের পরিচালক (অর্থ) জনাব স্বপন কুমার ঘোষ, পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ড. গোলাম মোঃ ফারুক, বিপণন বিভাগের মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার, নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ) জি এম রব্বানী তালুকদার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোর্স পরিচালক লায়লা জেস্মিন, প্রশিক্ষণ শাখার ব্যবস্থাপক ও কোর্স সমন্বয়ক পুলক কুমার দেব। প্রশিক্ষণের পর বিসিকের জেলা প্রধানরা সক্ষমতার সঙ্গে সরকারের প্রণোদনা ঋণ প্যাকেজের সঠিক বাস্তবায়ন করতে পারবেন।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা









