১৮ তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার শুরু গত ১৩ ই ডিসেম্বর থেকে। কলকাতার সাইন্স সিটি প্রাঙ্গনে এ মেলা চলবে ২৫ শে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।

১৮ টি দেশ থেকে মোট ১৫৪৫ টি স্টল  এ মেলায় অংশগ্রহন করেছে । এর মধ্যে বাংলাদেশ প্যাভিলিয়নে ৪৬ টি স্টলে রয়েছে নানা ধরনের বাংলাদেশী পণ্য। এস এম ই ফাউন্ডেশন, বিসিক, বাংলাক্র্যাফট, মুন্নুসিরামিক, বেঙ্গল প্লাস্টিক,আকিজ প্লাস্টিক, সজিব ইত্যাদি।

এস এম ই ফাউন্ডেশন থেকে জামদানী, নকশী কাঁথা ও ক্লের শোপিস সহ রয়েছে নানা ধরনের পোষাক ও হস্তশিল্প। নতুনত্ব বুটিকস ও হস্তশিল্পের ক্লে দিয়ে তৈরী কলাগাছ ও বিভিন্ন ধরনের শোপিস ও চুড়ি,গহনা ক্রেতাদের দৃষ্টি কেড়ে নিয়েছে সবচেয়ে বেশী।

এসব স্টলগুলো খুচরা বিক্রির পাশাপাশি পাইকারী বিক্রি করছে এবং অর্ডার নিচ্ছে।

কোলকাতা থেকে হাসিনা মুক্তা
উদ্যোক্তা বার্তা

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here