বৃহত্তর চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে সাত দিনব্যাপী ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ ২০২৪ অনুষ্ঠিত হবে।
মেলায় অংশগ্রহণে আগ্রহী উদ্যোক্তাদের গুগল ফরমে ০৪ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে হবে। এছাড়াও আবেদন ফরম ঢাকাস্থ এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে এবং ফাউন্ডেশনের ওয়েবসাইট (http://smef.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে।
মেলায় অংশগ্রহণকারীদের চূড়ান্ত তালিকা এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং ফাউন্ডেশনের ভেরিফাইড ফেইসবুক পেইজে (SME Foundation) প্রকাশ করা হবে।
কেবলমাত্র চূড়ান্তভাবে বাছাইকৃত উদ্যোক্তাদের নিকট হতে স্টল ফি পে-অর্ডারের মাধ্যমে গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বিকাশ/নগদ/রকেট/উপায় ইত্যাদির মাধ্যমে কোন লেনদেন করা হবে না। পণ্যের মান ও ধরণ, মেলায় অংশগ্রহণের যোগ্যতা এবং সর্বোপরি ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে স্টল বরাদ্দ চূড়ান্ত করা হবে।
স্টলের বিবরণ সংখ্যা ৫০টি সাইজ ৮x৮-বর্গফুট | ফি ৩,০০০/- মাত্র (প্রতিটি)
বিভাগীয় এসএমই পণ্য মেলায় সংশ্লিষ্ট বিভাগসমূহের স্থানীয় এবং নতুন, সৃজনশীল, বহুমুখী এবং সরকারের অগ্রাধিকার/অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসাবে চিহ্নিত সেক্টরের উদ্যোক্তাদের অংশগ্রহণে অগ্রাধিকার দেয়া হবে।
বিভাগীয় এসএমই পণ্য মেলার সম্ভাব্য তারিখসমূহ:
চট্টগ্রাম বিভাগ: কক্সবাজার ১৪ – ২০ জানুয়ারি, ২০২৪
খুলনা বিভাগ: যশোর ৩০ জানুয়ারি – ৫ ফেব্রুয়ারি, ২০২৪
ময়মনসিংহ বিভাগ: ১১ – ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা