বিএমসিসিআই নারী ফোরাম’র আত্মপ্রকাশ

0

বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) উইমেনস ফোরামের উদ্যোগে দেশীয় নারী উদ্যোক্তাদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘শি মিনস বিজনেস: এমপাওয়ারিং উইমেন এন্টারপ্রেনারস ইন দ্যা ডিজিটাল ইকোনমি’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রযুক্তি স্বাক্ষরতা, ডিভাইস ও অর্থসংস্থানের পাশাপাশি পারিবারিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন খাত সংশ্লিষ্টরা।

বিএমসিসিআই প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও সংসদ সদস্য সেলিমা আহমাদ।

মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম বলেন, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল। সমাজ ও অর্থনীতির প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশ নারীর ক্ষমতায়নের প্রতি তার দৃঢ় অঙ্গীকার দেখিয়েছে। এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরো গভীর ও ফলপ্রসূ হবে কারণ মালয়েশিয়াও নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে এবং মালয়েশিয়াও তার ডিজিটাল অর্থনীতি বিনির্মাণে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।

তিনি আশা প্রকাশ করেন, বিএমসিসিআই লিঙ্গ সমতাকে নিশ্চিত করে নারী উদ্যোক্তাদের দেশের অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে নারীরা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয় তা নিরসনে ভূমিকা রাখবে।

সেলিমা আহমেদ এ অনুষ্ঠানের আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এ ফোরামের মাধ্যমে নারী উদ্যোক্তারা বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশে সফলভাবে ব্যবসা সম্প্রসারণ ও ব্যবসায়িক প্রবৃদ্ধি ধরে রাখতে পারবে বলে আমার বিশ্বাস।
স্বাগত বক্তব্যে বিএমসিসিআই সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, নারী উদ্যোক্তারা ব্যবসায়িক জগতে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। যার মধ্যে রয়েছে বিনিয়োগ দক্ষতা, সঠিক পরামর্শের অভাব, এবং ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির সীমিত সুযোগ। বিএমসিসিআই উইমেনস ফোরাম এ জায়গাগুলোতে নারী উদ্যোক্তাদের আস্থার যোগান দিতে চায়।

এরপর এক প্যানেল আলোচনায় অংশ নেন উইমেন এন্টারপ্রেনারস নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (ডব্লিউইএনডি) সভাপতি ড. নাদিয়া বিনতে আমিন, ই-ক্যাবের উইমেন ফোরামের সভাপতি নাজনীন নাহার, উইমেন ইন ই-কমার্স ট্রাস্টের পরিচালক সৈয়দা লুৎফুন্নাহার এবং ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তা সেলের (তারা) প্রধান খাদিজা মরিয়ম।
বিদেশে পণ্য রপ্তানি করার সময় লজিস্টিক, পরিবহন এবং প্যাকেজিং সম্পর্কিত সমস্যা রয়েছে এবং যথাযথ উদ্যোগের মাধ্যমে তা দূর করার পরামর্শ দেন প্যানেল আলোচকরা।

প্যানেল আলোচনার পর বিএমসিসিআই এবং উইমেন এন্টারপ্রেনারস নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ডব্লিউইএনডি), ই-ক্যাব উইমেনস ফোরাম (ইডব্লিউএফ) এবং উইমেন ইন ই-কমার্স ট্রাস্ট (ডব্লিউই)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিএমসিসিআই মহাসচিব মোতাহের হোসেন খান। সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিএমসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শাব্বির আহমেদ খান, সহ-সভাপতি জামিলুর রহমান, যুগ্ম সম্পাদক রুবাইয়াত আহসানসহ অনেকে।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here