ইয়ুথ স্কুল ফর সোশ্যাল অন্ট্রাপ্রেনিওর’স (YSSE) এবং বুয়েট অন্ট্রাপ্রেনিওরশীপ ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট’র অডিটোরিয়াম কমপ্লেক্সে অনুষ্ঠিত হল বাংলাদেশ ইয়ুথ সিম্পোজিয়াম ২০১৮।
স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তরুণদের সামাজিক উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আয়োজিত এই ইয়ুথ সিম্পোজিয়ামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাসুদ খান, চিফ এক্সিকিউটিভ অফিসার, ক্রাউন সিমেন্ট গ্রুপ। অতিথি স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন জনাব ওয়ালীউল্লাহ্, সাইফ আল রশিদ, রাশেদ মুজিব নোমান, সুমাইয়া শারমিন, মুবাশ্বির তাহমিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল আওয়াল, ম্যানেজিং ডিরেক্টর, দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারস লিমিটেড।
বিশেষ অতিথি জনাব মাসুদ খান বলেন, “আজকাল অনেকেই কম সময়ে, কম পরিশ্রমে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু কোনো উদ্যোগই কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় ছাড়া সম্ভব নয়। নিজের ব্যবসাকে এগিয়ে নিতে খাটতে হবে নিজেকেই।”
নতুন প্রোডাক্ট মার্কেটিং এবং ব্যবসা পরিচালনা সেশনটি পরিচালনা করেন জনাব রাশেদ মুজিব নোমান, কান্ট্রি ডিরেক্টর, অগমেডিক্স।
“ব্যবসায় সক্রিয়তা বাড়াতে উদ্যোক্তার সার্ভিস বা পণ্যসেবার গুণ ও মান নিয়ে সেবাগ্রহীতার সাথে সামাজিক যোগাযোগের বিকল্প নেই” বলে জানান, ইয়ুথ স্কুল ফর সোশ্যাল অন্ট্রাপ্রেনিওর’স এর সভাপতি জনাব শেখ মোহাম্মদ ইউসুফ হোসাইন। এই আয়োজনে রেজিস্ট্রেশনের আওতায় আসা সকল অংশগ্রহনকারী পুরো সেশন জুড়ে জানতে পারেন, বিজনেস ইনোভেশন স্কিল, নতুন পণ্যের মার্কেটিং পলিসিসহ আরো নানান বিষয় যা তাদের আগামীতে উদ্যোক্তা হবার অনুপ্রেরনায় সহযোগী হবে।
আমন্ত্রিত অতিথি স্পীকারদের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশ নেয় রেজিস্ট্রেশনকৃত দেড় শতাধিক তরুণ। নানান প্রশ্নে তারা তাদের স্টার্ট আপ প্ল্যানিং সম্পর্কে নানান জিজ্ঞাসায় তুলে ধরেন নিজেদের ব্যবসা সম্ভাবনা। নিজেদের ব্যবসায় অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে তারা আশাবাদী।
সাদিয়া সূচনা