বসুন্ধরায় দুদিন ব্যাপী উইন্টার ফেস্ট

0

রাজধানীর বসুন্ধরার হ্যাভেলি কমপ্লেক্সের বুকল্যান্ড লাইব্রেরিতে শুরু হয়েছে ২ দিন ব্যাপী উইন্টার ফেস্ট।

নাগরিক জীবনে শীতের আমেজকে আরো উপভোগ্য করবার লক্ষ্যে শীতের ঐতিহ্যবাহী পিঠাকে ঘিরে উইন্টার ফেস্ট আয়োজন করেন বুকল্যান্ড লাইব্রেরির সত্ত্বাধিকারী ফারহানা হাসনা তুলি৷

উইন্টার ফেস্টকে ঘিরে বাহারি পিঠার পাশাপাশি, বিভিন্ন ক্লোদিং আইটেম, জুয়েলারি, কিডস আইটেম এবং সার্ভিস অরিয়েন্টেড প্রতিষ্ঠানসহ মোট ২০টি স্টলে ২০ উদ্যোক্তার প্রাণবন্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় মেলা প্রাঙ্গনে।

আয়োজক ফারহানা হাসনা তুলি বলেন, বুকল্যান্ড লাইব্রেরি সবসময় বাচ্চাদের সৃজনশীলতা নিয়ে কাজ করে পাশাপাশি উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন মেলার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবারের এই উইন্টার ফেস্ট। আমরা চেষ্টা করি স্বল্প পরিসরে হলেও উদ্যোক্তাদের পণ্যের প্রচার এবং প্রসারের ব্যবস্থার পাশাপাশি তাদের নেটওয়ার্কিং তৈরি করতে৷ হারিয়ে যাওয়া পিঠাগুলো বাচ্চাদের সামনে তুলে ধরার একটি ছোট্ট প্রয়াস এটি।

বুকল্যান্ড লাইব্রেরির এই উইন্টার ফেস্টে রয়েছে জামদানি,
নকশি কাঁথা, কটন মসলিন, ব্লক বাটিক, শাল, কসমেটিকস, হোম মেড চকলেট, ইনডোর প্ল্যান্ট এবং প্ল্যান্টার, উডেন জুয়েলারি, বাচ্চাদের খেলনাসহ হরেক রকম পণ্য।

হোম মেড খাবারের মধ্যে রয়েছে পাটিসাপটা, চিকেন বল, নাগেট, কোপতা, চিকেন রোল, সুজি মালাই চাপ, নকশি পিঠা, ইলিশ পিঠা, তালের কেক, ডোনাট, পেস্ট্রি, খির, আচার, মোমোসহ লোভনীয় সব খাবারের আয়োজন রয়েছে বুকল্যান্ড লাইব্রেরিতে।

এছাড়াও ৪টি সার্ভিস অরিয়েন্টেড প্রতিষ্ঠানও এই মেলায় অংশগ্রহণ করেন।

হোমমেড চকলেট নিয়ে মেলায় অংশ নেন ডা. নওরিন সুলতানা। তিনি বলেন, আমি এবং আমার মেয়ে ভীষণ চকলেট খেতে পছন্দ করি। তাই এমন একটি উদ্যোগ নিয়েছি এবং প্রথমবারের মতো মেলায় অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে৷

২৬ জানুয়ারি, শুক্রবার বসুন্ধরায় এই উইন্টার ফেস্ট শুরু হয়েছে, যা চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সকলের জন্য উম্মুক্ত।

সেতু ইসরাত
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here