প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার চেক পেলেন ফরিদপুর বিসিকের ক্ষতিগ্রস্ত শিল্পোদ্যোক্তারা

0

প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ফরিদপুর জেলার শিল্পোদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন ২০২১ খ্রিস্টাব্দে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুর বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোঃ গোলাম হাফিজ এর সভাপতিত্বে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত মোট ২৬ জন শিল্পোদ্যোক্তার মাঝে ১ কোটি ৭১ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করেন জেলা প্রশাসক অতুল সরকার।

এ ঋণের গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার হবে ৪ শতাংশ। ছয় মাস গ্রেস পিরিয়ডসহ ১৮টি মাসিক সমান কিস্তিতে সর্বোচ্চ দুই বছরে এ-ঋণ শোধ করতে পারবেন উদ্যোক্তারা। চেক বিতরণের সময় বিসিকের ডিজিএম মোঃ গোলাম হাফিজ বলেন, “বিসিক চেয়ারম্যান মহোদয়ের সুনির্দেশনার মাধ্যমে বিসিক ফরিদপুর করোনাকালীন ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের ঘুরে দাড়ানোর জন্য এ-ঋণ বিতরণ করছে। মহামারীর কারণে সৃষ্ট আর্থিক ধাক্কা মোকাবেলা এবং দৈনন্দিন ব্যবসার কাজ সুচারুরূপে পরিচালনার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এই প্রণোদনা বড় ভূমিকা রাখবে”।

ঋণের চেক পেয়ে উদ্যোক্তা ‘ইফাজ ক্যাবল’-এর স্বত্বাধিকারী ইদ্রিস আলী বলেন, “প্রধানমন্ত্রীর ঘোষিত প্যাকেজের আওতায় জেলা প্রশাসন ও বিসিকের সার্বিক সহযোগিতায় ১০ লাখ টাকার ঋণের চেক হাতে পেলাম। সেজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ও বিসিক কর্তৃপক্ষকে”।

এছাড়া আরও এজকন সুবিধাভোগী ‘মেসার্স শারদিয়া এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী নারী উদ্যোক্তা দিপালী রানী দাস বলেন, “বিসিকের নারী উদ্যোক্তা বান্ধব কাজ সবসময়ই প্রশংসনীয়। বিসিক মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা বিতরণে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়ায় বিসিক ফরিদপুর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই”।

উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব দীপক কুমার রায়, বিসিকের কর্মকর্তাবৃন্দসহ বিসিকের বিভিন্ন শিল্পমালিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here