প্রথম দিনেই জমজমাট এসএমই পণ্যমেলা

0

প্রথম দিনেই জমজমাট এসএমই পণ্যমেলা। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে শতভাগ দেশী পণ্যের সবচেয়ে বড় আয়োজন ১০ম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২২ উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।

উদ্বোধনের পর থেকেই ক্রেতার সমাগম লক্ষ্য করা যায় মেলা প্রাঙ্গণে৷ তিনশ ৫১টি স্টলে চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, অর্গানিক পাহাড়ি পণ্য, কৃষি যন্ত্রপাতি, প্লাস্টিক পণ্য, হস্ত ও কারুশিল্প, মৃৎশিল্প, আকর্ষণীয় ডিজাইনের দেশী পোশাক, হোম মেড খাবার, ড্রাই ফ্রুটস, হরেক রকম মধুসহ বিভিন্ন পণ্যের সমাহার রয়েছে এই মেলায়৷

সকালে উদ্বোধনের পর সাপ্তাহিক ছুটির আগের দিন দুপুর থেকেই ক্রেতাদের আনাগোনা শুরু হয় মেলায়। দুপুর গড়িয়ে বিকেলে স্টলগুলোতে উপচে পড়া ভিড় দেখতে পাওয়া যায়।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রতি বছরই জাতীয় এসএমই পণ্যমেলার আয়োজন করা হয়। এবার প্রথম দিনেই ক্রেতা দর্শনার্থীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে মেলা।

দর্শনার্থী-ক্রেতা সমাগমে অংশগ্রহণকারী উদ্যোক্তারাও বেশ আনন্দিত। আগামী দিনগুলোতে ক্রেতাদের এমন অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে তারা আশা রাখছেন৷

ঠাকুরগাঁও থেকে হাতের কাজের পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছেন চন্দনা ঘোষ৷ প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে উদ্যোক্তা বার্তাকে তিনি বলেন, ‘আশা করিনি প্রথম দিনেই এতো ভালো সাড়া পাবো। ক্রেতারা শুধু দেখছেন না, তারা পছন্দ করে কেনাকাটাও করছেন। খুবই ভালো লাগছে। আশা করছি বাকি দিনগুলোতে ক্রেতাদের ভালো সাড়া পাবো।’

সরেজমিনে দেখা গেল চামড়া এবং চামড়াজাত পণ্যের স্টলগুলোতে ভিড় অন্যান্য স্টলগুলোর তুলনায় কিছুটা বেশি। ক্রেতারা খুঁজছেন লেদার ওয়ালেট, অফিস ব্যাগ, লেদার সু, বেল্টসহ নানা রকমের লেদার পণ্য৷

চামড়াজাত পণ্য নিয়ে কাজ করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা রেজবিন হাফিজ। তিনি বলেন, ‘আমাদের প্রাণের মেলা এই এসএমই মেলা। সবসময় এই মেলার অপেক্ষায় থাকি। এবার বড় পরিসরে মেলার আয়োজন করা হয়েছে এবং প্রথম দিনেই মেলা জমে উঠেছে। খুবই ভাল লাগছে, আশা করি আমরা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবো।’

মেলার একটি বিশেষ আকর্ষণ হস্ত ও কারুশিল্পের পণ্য। নানা রকম শৌখিন পণ্য ক্রেতাদের আকৃষ্ট করছে। পাট, শীতল পাটি, বেত, বাঁশ কিংবা নারকেলের মালা নিয়ে তৈরি শৌখিন পণ্যগুলো পছন্দের তালিকায় রয়েছে ক্রেতাদের৷ এ ধরনের শৌখিন পণ্য নিয়ে কাজ করেন মোঃ মাজহারুল হক। তিনি বলেন: প্রথম দিনেই মেলায় ভালোই সাড়া পেয়েছি এবং বেচা বিক্রি ভালোই হয়েছে। আমরা আশাও করিনি প্রথম দিনে এতোটা ভালো সাড়া পাবো।

আটটি ক্যাটাগরিতে ৩২৫ টি প্রতিষ্ঠান ৩৫১টি স্টলে অংশগ্রহণ করেছে ১০ম জাতীয় এসএমই পণ্যমেলায়। ২৪ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী এই মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলা সকলের জন্য উম্মুক্ত।

সেতু ইসরাত,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here