পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা (পিজিডি) লাভ করলেন উদ্যোক্তা মোস্তফা দিপু

0

সম্প্রতি অ্যানেক্স লেদার-এর সত্ত্বাধিকারী চামড়া শিল্পের সফল উদ্যোক্তা মোস্তফা দিপু চামড়া ও পাদুকা ব্যবস্থাপনা বিষয়ে সফলভাবে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা (পিজিডি) সম্পন্ন করেছেন।। ঢাকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় তাঁকে এই ডিগ্রি প্রদান করে। এ-জন্য তিনি এসইআইপি, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও তাঁর সম্মানিত শিক্ষকগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা (পিজিডি) কোর্সে তিনি মূলত চামড়া শিল্পে নেতৃত্ব, ডিজাইন, উৎপাদন, রপ্তানি ও ব্যবস্থাপনা বিষয়ে বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেন।

উদ্যোক্তা বার্তা’র পক্ষ থেকে তাঁর কাছে এ-ডিগ্রি প্রাপ্তির অনুভূতি জানতে চাইলে উদ্যোক্তা জানান, ‘যেহেতু আমি চামড়া শিল্প নিয়ে কাজ করছি তাই এ-বিষয়ে বিস্তারিত জানার জন্য কোর্সটি করেছি। আমি মনে স্কিল ভিত্তিক কোর্সগুলো উদ্যোক্তাদের জন্য খুব জরুরী। আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি’।

সাইদ হাফিজ
উদ্যোক্তা বার্তা, খুলনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here