নোয়াখালীতে ১৫ দিনব্যাপী ‘বিসিক অনলাইন পণ্য মেলা’ শুরু

0

বিসিক জেলা কার্যালয় নোয়াখালীর উদ্যোগে ১৫ দিনব্যাপী ‘বিসিক অনলাইন পণ্য মেলা-২০২১’ আয়োজন করা হয়েছে। আজ ৭ জুলাই সকাল ১১.০০ টায় মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বিসিক চেয়ারম্যান জনাব মো. মোশতাক হাসান, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনলাইন মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী, পরিচালক (প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন) এবং জনাব মোঃ মোতাহের হোসেন, আঞ্চলিক পরিচালক (চট্টগ্রাম)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ খোরশেদ আলম, মাননীয় জেলা প্রশাসক, নোয়াখালী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান বলেন, ‘আমরা দেশে ১ কোটি উদ্যোক্তা ও ২ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছি। উদ্যোক্তা বাছাই করে তাদের প্রশিক্ষণ দিচ্ছি এবং বিসিক-এর পক্ষ থেকে তাদের সার্বিক সহোযোগিতা করছি’।

মেলায় এখন পর্যন্ত ১১১ জন উদ্যোক্তা বাহারি পণ্য দিয়ে তাদের ভার্চুয়াল স্টল সাজিয়েছেন। মেলা চলবে ১৩ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত।

সাইদ হাফিজ
উদ্যোক্তা বার্তা, খুলনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here